না ফেরার দেশে চমেক হাসপাতালের সাবেক সহকারী পরিচালক ডা. আবদুল মাবুদ

মেডিভয়েস রিপোর্ট: চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের সাবেক সহকারী পরিচালক ডা. আবদুল মাবুদ মারা গেছেন। আজ বুধবার (২৪ মে) সকাল ৫টায় চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালে ইন্তেকাল করেন তিনি। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
তাঁর ছেলে ডা. এস. ইউ. এম ফজলে রাব্বী এ তথ্য নিশ্চিত করেছেন।
মৃত্যুকালের তাঁর বয়স হয়েছিল ৬৪ বছর। ডা. আবদুল মাবুদের বাড়ি চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী গ্রামে।
তাঁর একমাত্র সন্তান ডা. এস. ইউ. এম ফজলে রাব্বী পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার হিসেবে কর্মরত আছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমের প্রথম জানাজা তাঁর দীর্ঘদিনের কর্মস্থল চকরিয়া সরকারি হাসপাতাল মাঠে সকাল সাড়ে ১১টায় এবং দ্বিতীয় জানাজা নিজ গ্রামে আলাউদ্দিন জামে মসজিদ প্রাঙ্গণে সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হবে।
ডা. আবদুল মাবুদ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ (সিওমেক) থেকে এমবিবিএস সম্পন্ন করেন। তিনি ছিলেন সিওমেকের ১৬তম ব্যাচের শিক্ষার্থী।
-
১৪ সেপ্টেম্বর, ২০২৩
-
১৪ সেপ্টেম্বর, ২০২৩
-
০৭ সেপ্টেম্বর, ২০২৩
-
০৪ সেপ্টেম্বর, ২০২৩
-
০২ সেপ্টেম্বর, ২০২৩
-
৩০ অগাস্ট, ২০২৩
-
১৩ অগাস্ট, ২০২৩
-
১২ অগাস্ট, ২০২৩
-
১১ অগাস্ট, ২০২৩
-
০৮ অগাস্ট, ২০২৩