২৩ মে, ২০২৩ ০৭:৪৬ পিএম

রোগীদের ভোগান্তি কমাতে বিএসএমএমইউতে ‘স্বাস্থ্যসেবা’ অ্যাপস উদ্বোধন

রোগীদের ভোগান্তি কমাতে বিএসএমএমইউতে ‘স্বাস্থ্যসেবা’ অ্যাপস উদ্বোধন
অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ বলেন, ‘স্বাস্থ্যখাতে স্মার্ট ব্যবস্থা নিশ্চিত করতে এ ধরণের স্বাস্থ্যসেবা অ্যাপ বিরাট ভূমিকা রাখবে।’

মেডিভয়েস রিপোর্ট: সেবা নিতে আসা রোগীদের ভোগান্তি কমাতে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ‘স্বাস্থ্যসেবা’ অ্যাপস উদ্বোধন করা হয়েছে।

আজ মঙ্গলবার (২৩ মে) দুপুরে শাহবাগের ন্যাশনাল ইন্সটিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন এন্ড এলাইড সায়েন্সে এ অ্যাপসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। মাজেদাটেক লিমিটেড কোম্পানির চেয়ারম্যান মাজেদা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

অনুষ্ঠানে জানানো হয়, এই স্বাস্থ্যসেবা অ্যাপসের মাধ্যমে সহজে রোগীর প্রয়োজনীয় তথ্য পাওয়া যাবে ও সংক্ষরণ করা হবে এবং সকল হাসপাতালের তথ্য একই জায়গা থেকে পাওয়া যাবে।

এই অ্যাপসের মাধ্যমে রোগীর বিলিং, প্রেসক্রিপশন এবং ডায়াগনস্টিক রিপোর্ট মোবাইলে দেখার ব্যবস্থা করা, রোগীদের টিকেট কাটা, রিপোর্ট নেয়ার জন্য লাইনে দাঁড়ানো পরিহার করা এবং ডাক্তারদের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যাবে।

সেইসঙ্গে স্বাস্থ্যসেবা অ্যাপসের মাধ্যমে রোগী ভর্তি, ওটি সম্পর্কিত তথ্য দ্রুত ও সহজে সরবরাহ করা, হাসপাতাল কর্তৃপক্ষ যেনো সহজে মূল তথ্য দ্রুত পান; তা নিশ্চিত করা, রিপোর্ট প্রিন্ট না করে কম্পিউটার, প্রিন্টার, কাগজ, কালির ব্যবহার কমিয়ে আনা এবং হাসপাতাল কর্মচারীদের জরুরি কাজে ব্যস্ত রেখে সেবার মান বাড়ানো ইত্যাদি।

অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ ও স্বাস্থ্যখাতে স্মার্ট ব্যবস্থা নিশ্চিত করতে এ ধরণের স্বাস্থ্যসেবা অ্যাপ বিরাট ভূমিকা রাখবে।’

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : স্বাস্থ্যসেবা
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক