২৩ মে, ২০২৩ ০৩:২১ পিএম
মমেক হাসপাতালে ফিস্টুলা সচেতনতা দিবস পালিত

র্যালিতে মেডিকেল কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, চিকিৎসকবৃন্দ, নার্স ও বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
মেডিভয়েস রিপোর্ট: আন্তর্জাতিক প্রসবজনিত ফিস্টুলা সচেতনা দিবস উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভার আয়োজন করেছে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতাল।
আজ মঙ্গলবার (২৩ মে) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. গোলাম ফেরদৌসের নেতৃত্বে র্যালি অনুষ্ঠিত হয়।
র্যালিতে মেডিকেল কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, চিকিৎসকবৃন্দ, নার্স ও বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ২০০৩ সালে জাতিসংঘ আন্তর্জাতিকভাবে এই দিবস পালনের সিদ্ধান্ত নেয়। তবে নানা প্রতিবন্ধকতার কারণে ১০ বছর পর ২০১৩ সালে প্রথমবারের মতো দিবসটি পালিত হয়।
ইউএনএফপিএর কর্মসূচি 'ক্যাম্পেইন টু এন্ড ফিস্টুলা'র আওতায় বাংলাদেশসহ সারা বিশ্বে দিবসটি পালিত হচ্ছে।
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ঘটনা প্রবাহ : বিশ্ব ফিস্টুলা সচেতনতা দিবস
-
২৩ মে, ২০২৩
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন