
ডা. শিরীন সাবিহা তন্বী
মেডিকেল অফিসার, রেডিওলোজি এন্ড ইমেজিং ডিপার্টমেন্ট,
শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, বরিশাল।
০১ জানুয়ারী, ২০১৭ ১১:৪৬ এএম
২০১৭ তে চিকিৎসকদের জন্য যা চাই
‘সাদা এপ্রোন’ শুধু চিকিৎসকদের জন্য

# বাংলাদেশের কোথাও কেউ কোন চিকিৎসককে আঘাত করবে না।
# কোন সাংবাদিক তথ্য প্রমাণ ছাড়া ‘ভুল চিকিৎসায় রুগী মৃত্যু’ নামক ভুল রিপোর্ট লিখবে না।
# চিকিৎসা পেশাকে কলুষিত করছে যে বেনিয়া গোষ্ঠী- ঔষধ কোম্পানী মালিক, ডায়াগনষ্টিক সেন্টার/ক্লিনিক/বেসরকারী হাসপাতাল মালিকদের কমিশন আর ভিজিট বানিজ্যের রাহুগ্রাস থেকে মুক্তি পাবে এই পেশা।
# ডাক্তারবান্ধব বিএমএ- কৃত্য পেশাভিত্তিক মন্ত্রনালয়।
# সরকারী হাসপাতালে নার্স-ব্রাদার, টেকনিশিয়ান, আয়া বুয়া মাসী ট্রলীম্যানদের সিন্ডিকেট ভেঙ্গে চিকিৎসকদের অপবাদমুক্ত করা।
# সব সরকারী বেসরকারী স্বাস্থ্যসেবা দালাল মুক্ত করা।
# প্রতিটি জাতীয় উৎসবে চিকিৎসকদের ন্যায্য ছুটি ভোগ করতে দেয়া।
# উপজেলায় চিকিৎসকদের জনপ্রশাসন এবং স্থানীয় সরকারের গ্রাস থেকে মুক্ত করা।
# চিকিৎসকদের ডরমেটরী বা কোয়াটার মেরামত এবং যাতায়াতের সুব্যবস্থা।
# চিকিৎসক ভিন্ন সকলের জন্য সাদা ভিন্ন অন্য যে কোন রংয়ের এপ্রন দেয়া। হোয়াইট কোট হোক শুধু চিকিৎসকদের আইডেন্টিটি।
# চিকিৎসক এবং তাদের পরিবারের সদস্যদের চিকিৎসার জন্য বিশেষায়িত হাসপাতাল নির্মান।
# প্যাথলজি, রেডিওলোজি বিভাগে ব্রিটিশ রুলস অনুযায়ী প্রাপ্য ইউজার ফিঃ র সঠিক বন্টন।
# টেকনাফ থেকে তেতুলিয়া চিকিৎসকদের জন্য নিরাপদ কর্মস্থল।
# চিকিৎসকবান্ধব স্বাস্থ্যমন্ত্রী চাই।
