এমবিবিএস-বিডিএসের কারিকুলাম যুগোপযোগীকরণে সভা বৃহস্পতিবার

মেডিভয়েস রিপোর্ট: দেশের এমবিবিএস-বিডিএস কোর্স কারিকুলাম যুগোপযোগী করতে সভা করবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
মঙ্গলবার (১৬ মে) মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের চিকিৎসা শিক্ষা-১ শাখার উপসচিব মোহাম্মদ কামাল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, এমবিবিএস-বিডিএস কোর্স কারিকুলাম যুগোপযোগীকরণের লক্ষ্যে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত সচিবের (চিকিৎসা শিক্ষা) সভাপতিত্বে আগামী ১৮ তারিখ (বৃহস্পতিবার) বেলা দুইটায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে (কক্ষ নং-৩৩২, ভবন নং০৩, বাংলাদেশ সচিবালয়, ঢাকা) এক সভা অনুষ্ঠিত হবে।
সভায় বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের সভাপতি, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, সেন্টার ফর মেডিকেল এডুকেশনের পরিচালকসহ সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।