০১ জানুয়ারী, ২০১৭ ১০:১৫ এএম
ফেনীতে হাসপাতাল ও ক্লিনিকগুলোকে ধূমপানমুক্ত ঘোষণা

ফেনী জেলাতে সরকারি-বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোকে শতভাগ ধূমপানমুক্ত এলাকা ঘোষণা করা হয়েছে।
২৮ ডিসেম্বর ফেনীতে তামাকজাত দ্রব্য ব্যবহার বন্ধের ওপর স্বাস্থ্য বিভাগের এক কর্মশালায় এ সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. রুহুল কুদ্দুছ।
জেলা প্রশাসক মো. আমিন উল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তা মাহফুজুল হক, জেলা সিভিল সার্জন হাসান শাহরিয়ার কবীর ও জেলা বিএমএর সভাপতি সাহেদুল ইসলাম।
আগের নিউজ
পরের নিউজ
এই বিভাগের সর্বাধিক পঠিত
