১৪ মে, ২০২৩ ০৮:০০ পিএম

মেডিকেলে পড়ার সুযোগ না পেয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

মেডিকেলে পড়ার সুযোগ না পেয়ে শিক্ষার্থীর আত্মহত্যা
কুষ্টিয়া সরকারি কলেজের বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়ে এইচএসসি পাস করে হাফসা।

মেডিভয়েস রিপোর্ট: ২০২২-২৩ শিক্ষাবর্ষে মেডিকেলে ভর্তির সুযোগ না পেয়ে হাফসা (১৯) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। ওই শিক্ষার্থী এবার কুষ্টিয়া সরকারি কলেজের বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়ে এইচএসসি পাস করেছেন৷

আজ রোববার (১৪ মে) বিকালে কুষ্টিয়ার চার মাইল এলাকার নিজ বাসা থেকে ওই ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

জানা গেছে, সম্প্রতি অনুষ্ঠিত মেডিকেল ভর্তি পরীক্ষায় ভালো করেনি হাফসা। এরপর থেকেই তার মন খারাপ ছিল। পরিবারের লোকজন তাকে অনেক বোঝানোর পরও তার মন ভালো হয়নি। সবশেষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ শেষে গতকাল কুষ্টিয়ায় চলে যায় হাফসা। এরপর আজ বিকেলে নিজ ঘরে ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যার করেন তিনি।

হাফসার আত্মহত্যার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তার বড় ভাই কাওসার। তিনি বলেন, ‘মেডিকেলে চান্স না পাওয়ায় ওর অনেক মন খারাপ ছিল। আমরা তাকে অনেক বুঝিয়েছি। এরপরও কেন সে এমন করলে বুঝতে পারছি না।’

এসএস/এমইউ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক