১৩ মে, ২০২৩ ০২:৩২ পিএম

ঘূর্ণিঝড় মোখা: সিএমইউর অধিভুক্ত সকল মেডিকেল প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

ঘূর্ণিঝড় মোখা: সিএমইউর অধিভুক্ত সকল মেডিকেল প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ঘূর্ণিঝড় মোখার কারণে আগামী রোববার (১৪ মে) চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সকল মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ, নার্সিং কলেজ ও ইনস্টিটিউ বন্ধ ঘোষণা করা হয়েছে।

আজ শনিবার (১৩ মে) বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক ডা. বিদ্যুৎ বড়ুয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, অতি প্রবল ঘূর্ণিঝড় মোখার কারণে আবহাওয়া অধিদপ্তর থেকে চট্টগ্রাম ৮ নং মহাবিপদ সংকেত প্রদান করা হয় এবং অধিদপ্তরের তথ্য অনুযায়ী আগামী রোববার চট্টগ্রাম, ফেনী, কক্সবাজার, নোয়াখালী অঞ্চল আঘাত হানার সম্ভাবনা রয়েছে।

এমতাবস্থায় সকলের নিরাপত্তার স্বার্থে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সকল মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ, নার্সিং কলেজ ও ইনস্টিটিউ আগামী রোববার বন্ধ ঘোষণা করা হলো।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : সিএমইউ
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক