১০ মে, ২০২৩ ০৮:৩১ পিএম

আরটিএম বিভাগের রিচার্স মেথডোলজি কর্মশালার সময়সূচি ঘোষণা

আরটিএম বিভাগের রিচার্স মেথডোলজি কর্মশালার সময়সূচি ঘোষণা
এতে ২০৫-২১৮তম ব্যাচের চিকিৎসকরা অংশগ্রহণ করবেন।

মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স এন্ড সার্জন্সের (বিসিপিএস) রিচার্স এন্ড ট্রেইনিং মনিটরিং ডিপর্টমেন্টের (আরটিএম) উদ্যোগে আয়োজিত ‘রিচার্স মেথডোলজি কর্মশালা’র সময়সূচি ঘোষণা করা হয়েছে।

আজ বুধবার (১০ মে) বিসিপিএসের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৭ মে থেকে ২১ জুন পর্যন্ত রিচার্স মেথডোলজি কর্মশালা অনুষ্ঠিত হবে। এতে ২০৫-২১৮তম ব্যাচের চিকিৎসকরা অংশগ্রহণ করবেন।

►নোটিসটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বিসিপিএস
  এই বিভাগের সর্বাধিক পঠিত