সহকারী অধ্যাপক হলেন ২৯৪ চিকিৎসক

মেডিভয়েস রিপোর্ট: দেশের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত ২৯৪ জন চিকিৎসককে সহকারী অধ্যাপক পদে পদায়ন দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। সোমবার (৮ মে) মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের পারসোনেল-১ অধিশাখার উপসচিব সারমিন সুলতানা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, স্বাস্থ্য সেবা বিভাগের পদোন্নতি কমিটির সুপারিশের ভিত্তিতে বিসিএস স্বাস্থ্য ক্যাডারে কর্মরত কর্মকর্তাদেরকে জাতীয় বেতন স্কেল ২০১৫ এর ৬ষ্ঠ গ্রেডে ৩৫,৫০০-৬৭,০১০ টাকা বেতনক্রমে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি প্রদানপূর্বক তাদের নামের পাশে বর্ণিত কর্মস্থলে বদলি বা পদায়ন করা হলো।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে,‘বদলিকৃত কর্মকর্তারা আগামী ১৬ মে’র মধ্যে বদলি ও পদায়নকৃত কর্মস্থলে যোগদান করবেন অন্যথায় ১৭ মে পূর্বাহ্নে স্ব স্ব কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত বলে গণ্য হবেন। মধ্যে স্টান্ড রিলিজ বলে গণ্য হবেন। অবমুক্তির সময় বর্তমান কর্মস্থল হতে ছাড়পত্র গ্রহণ করবেন এবং এইচআরএম ডাটাবেজ থেকে মুভআউট হবেন এবং যোগদানের পর বদলিকৃত কর্মস্থলে মুভইন হবেন।
রাষ্ট্রপ্রতির আদেশ জারি করা এ প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, ‘জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।’
-
০৩ মে, ২০২৩