০৩ মে, ২০২৩ ১০:০৪ এএম

সুদানে স্বাস্থ্যব্যবস্থা ভেঙে পড়ার শঙ্কা

সুদানে স্বাস্থ্যব্যবস্থা ভেঙে পড়ার শঙ্কা
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, সংঘাতে এখন পর্যন্ত ৫২৮ জন নিহত হয়েছে। আহত হয়েছে চার হাজার ৫৯৯ জন।

মেডিভয়েস ডেস্ক: ক্ষমতা দখলের চেষ্টায় সেনাবাহিনী ও আধা সামরিকবাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) সংঘর্ষে উত্তাল সুদান। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, সংঘাতে এখন পর্যন্ত ৫২৮ জন নিহত হয়েছে। আহত হয়েছে চার হাজার ৫৯৯ জন।

এদিকে দেশটির চিকিৎসকেরা জানাচ্ছেন, রাজধানী খার্তুমের রাস্তায় তারা লাশের স্তূপ দেখতে পেয়েছে। মানুষজন দূষিত পানি পান করছে এবং চিকিৎসকরা বোমা হামলার আতঙ্কের মধ্যে কাজ করছে।

গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবারেও খার্তুমের নিল এবং ওমদুরম্যান শহরে ব্যাপক বিস্ফোরণ ও গোলাবর্ষণের শব্দ শোনা গেছে। এ ছাড়ার খার্তুমের উত্তরে বাহরি এবং কাফুরি জেলায় সংঘর্ষ ও বিস্ফোরণের রিপোর্ট এসেছে।

খার্তুমের দক্ষিণের বাসিন্দারা জানাচ্ছেন, সুদানের সেনাবাহিনীর বোমা হামলার জবাবে আরএসএফ বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ছুড়ছে। খবরে বলা হয়েছে, দুই বাহিনীর সংঘাত বেড়ে যাওয়ার মধ্যে দেশটিতে নাগরিকদের মৌলিক জিনিসের সংকট দেখা দিয়েছে। যার মধ্যে পানি, খাবার এবং জ্বালানিও আছে।

রাস্তায় লাশের স্তূপ বেড়ে যাওয়ায় সুদানের ডক্টর'স ইউনিয়ন একে পরিবেশগত বিপর্যয় হিসেবে বর্ণনা করেছে। খার্তুমের বেশিরভাগ অঞ্চলে পানির সরবরাহ ব্যাহত হয়েছে। বিশেষ করে বাহরিতে বিশুদ্ধ পানির অভাবে ইতোমধ্যে বিভিন্ন রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে।

এদিকে জাতিসংঘের শরণার্থী সংস্থা সতর্ক করেছে, সংঘাতের কারণে আট লাখের বেশি সুদানি প্রতিবেশী দেশে পালিয়ে যেতে পারে। দেশটির চিকিৎসক ও বিভিন্ন ত্রাণ সংস্থাগুলো আশঙ্কা করেছে, দেশের স্বাস্থ্যসেবা ভেঙে পড়ে যাওয়ার দ্বারপ্রান্তে।

একই সঙ্গে সুদানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দুই বাহিনীর মধ্যে সংঘর্ষ দেশটির ১৮ টি প্রদেশের মধ্যে ১২ টিতে ছড়িয়ে পড়েছে।

বিবিসি জানাচ্ছে, লাখ লাখ মানুষ খার্তুম শহরে আটকা পড়ে আছে। সেখানে খাবার, পানি ও জ্বালানির সংকট দেখা গেছে। সুদানের পশ্চিমাঞ্চলের দারফুর শহরের পরিস্থিতি ভয়াবহ অবস্থায় পৌঁছেছে।


 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও