০২ মে, ২০২৩ ০৪:৫৩ পিএম

ওমিক্রন-ডেল্টা মোকাবিলায় ১১ লাখ বায়োভ্যালেন্ট ভ্যাকসিন পাওয়া গেছে: স্বাস্থ্যমন্ত্রী

ওমিক্রন-ডেল্টা মোকাবিলায় ১১ লাখ বায়োভ্যালেন্ট ভ্যাকসিন পাওয়া গেছে: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসের ওমিক্রন ও ডেল্টা ধরন মোকাবিলায় ১১ লাখ বায়োভ্যালেন্ট ভ্যাকসিন পাওয়া গেলে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

আজ বুধবার (২ মে) সচিবালয়ের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘সার্বজনীন স্বাস্থ্য ও কল্যাণ দিবস ২০২৩’ উদযাপন উপলক্ষ্যে সাংবাদিক সম্মেলনে তিনি এ‌ তথ্য জানান তিনি।‌

জাহিদ মালেক বলেন, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থা ১১ লাখ বায়োভ্যালেন্ট ভ্যাকসিন বাংলাদেশ সরকারকে দিয়েছে। খুব শীঘ্রই আরও ২০ লাখ বায়োভ্যালেন্ট ভ্যাকসিন দেবে বলেও জানিয়েছে সংস্থাটি। শীঘ্রই এই ভ্যাকসিনগুলো বুস্টার ডোজ হিসেবে দেওয়া শুরু করা হবে।’

বৈকালিক স্বাস্থ্যসেবা প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘বর্তমানে দেশের ৫১টি সরকারি হাসপাতালে রোগীরা বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে বৈকালিক স্বাস্থ্যসেবা পাচ্ছেন। এই সেবায় আমরা লক্ষ্য করেছি, দেশের মানুষ খুশি হয়েছে। চিকিৎসকরাও খুশি মনে চিকিৎসা সেবা দিচ্ছেন। এজন্য এই সেবার আরও পরিধি বাড়ানো হচ্ছে। আগামী সপ্তাহের মধ্যেই আরও ১০০ হাসপাতালে এ সেবা চালু করা হবে।’

স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকাণ্ড তুলে ধরে মন্ত্রী বলেন, অধিদপ্তরের জন্মলগ্ন থেকে ৫২ বছর হয়ে গেছে। এর মধ্যে সরকারি হাসপাতালে ৬০ হাজার বেড হয়েছে। ৪৫ হাজার নার্স, ৩৩ হাজার চিকিৎসক, ১৮ হাজার ক্লিনিক, যার মধ্যে ১৪ হাজার কমিউনিটি ক্লিনিক করা হয়েছে। সব ওষুধ বর্তমান দেশেই উৎপাদন হচ্ছে। সরকারি ৩৭টি ও বেসরকারি ৭২টি মেডিকেল কলেজ হয়েছে। স্বাস্থ্য ইনস্টিটিউট করা হয়েছে ১৫টি। সব মিলিয়ে গত ৫২ বছরে স্বাস্থ্য অধিদপ্তরের অর্জন বলে শেষ করা যাবে না।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক