২৯ এপ্রিল, ২০২৩ ০১:৫৪ পিএম

চট্টগ্রামে টায়ারের গুদামে আগুন

চট্টগ্রামে টায়ারের গুদামে আগুন
ধোঁয়ায় অন্ধকার হয়ে যায় ঘটনাস্থল।

মেডিভয়েস রিপোর্ট: চট্টগ্রামে টায়ারের গুদামে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১ টি ইউনিট।

শনিবার (২৯ এপ্রিল) দুপুরে নগরীর দেওয়ানহাটে এ অগ্নিকাণ্ডের ঘটনায় ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে বলে সাংবাদিকদের জানিয়েছেন উপ-সহকারী পরিচালক মো.আব্দুল হামিদ মিয়া।

আগুনের সূত্রপাতের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, অগ্নিকাণ্ডের অল্প কিছুক্ষণের মধ্যেই আগুনের লেলিহান শিখা দাউ দাউ করে জ্বলতে থাকে। এ সময় বিপুল পরিমাণ কালো ধোঁয়া দেখা যায় ঘটনাস্থলে।

এএইচ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক