২৬ এপ্রিল, ২০২৩ ০৪:০৯ পিএম

সিনিয়র কনসালটেন্ট হলেন ২৩০ চিকিৎসক

সিনিয়র কনসালটেন্ট হলেন ২৩০ চিকিৎসক
প্রতীকী ছবি।

মেডিভয়েস রিপোর্ট: দেশের বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে কর্মরত ১৫ বিভাগের ২৩০ জন চিকিৎসককে সিনিয়র কনসালটেন্ট পদে পদোন্নতি দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। মঙ্গলবার (১৮ এপ্রিল) মন্ত্রণালয়ের সেবা বিভাগের পারসোনেল-৩ শাখার সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ ইকবাল হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়াধীন স্বাস্থ্যসেবা বিভাগের বিভাগীয় পদোন্নতি কমিটির সুপারিশের ভিত্তিতে বিসিএস স্বাস্থ্য ক্যাডার বা সার্ভিসে কর্মরত নিম্নবর্ণিত কর্মকর্তাদেরকে জাতীয় বেতন স্কেল ২০১৫ এর পঞ্চম গ্রেডে টাকা ৪৩,০০-৬৭,৮৫০/- বেতনক্রমে সিনিয়র কনসালটেন্ট পদে পদোন্নতি প্রদান করা হলো। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাঁদের পদোন্নতির অব্যাবহিত পূর্বের কর্মস্থলে নিয়োগ প্রদান করা হলো।

পদোন্নতি পাওয়া ১৫টি বিভাগের মধ্যে অর্থোপেডিক সার্জারি বিভাগের ৫০ জন চিকিৎসক, নাক, কান ও গলা বিভাগের ১৪ জন, এ্যানেসথেশিওলজি বিভাগের ৪২ জন, গাইনি ও অবস্ বিভাগের ছয়জন, কার্ডিওলজি বিভাগের ২৬ জন, অফথালমোলজি বিভাগের ১০ জন, স্কিন অ্যান্ড ভিডি বিভাগের ১০ জন, পেডিয়াট্রিক বিভাগের ২৯ জন, প্যাথলজি বিভাগের একজন, মেডিসিন বিভাগের ১৮ জন, রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের তিনজন, সার্জারি বিভাগের ১৬ জন, কনসারভেটিভ ডেন্ট্রিস্ট্রি বিভাগের একজন, নেফ্রোলজি বিভাগের দুইজন ও ইউরোলজি বিভাগের দু্ইজন চিকিৎসককে সিনিয়র কনসালটেন্ট পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সিনিয়র কনসালটেন্ট পদে পদোন্নতিপ্রাপ্ত চিকিৎসকরা তাদের যোগদানপত্র [email protected] এর ই-মেইলে প্রেরণ করবেন। লিয়েন, প্রেষণ বা শিক্ষা ছুটি ভোগরত কর্মকর্তারা লিয়েন, প্রেষণ বা শিক্ষাছুটি শেষে যোগদানের পর পদোন্নতি বা পদায়ন কার্যকর হবে।

‘রাষ্ট্রপতির আদেশক্রমে এবং জনস্বার্থে এ আদেশ জারি করা হলো’, বলা প্রজ্ঞাপনে।

►প্রজ্ঞাপনটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : সিনিয়র কনসালটেন্ট পদে পদোন্নতি
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক