০৬ এপ্রিল, ২০২৩ ০৯:৪০ পিএম

টিকা প্ল্যান্ট তৈরিতে কারিগরি সহায়তা দেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

টিকা প্ল্যান্ট তৈরিতে কারিগরি সহায়তা দেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
সুইজারল্যান্ডের জেনেভায় সংস্থাটির সদর দপ্তরে ডব্লিউএইচওর মহাপরিচালক ড. টেড্রস গেব্রিয়েসাসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

মেডিভয়েস রিপোর্ট: ভ্যাকসিন প্ল্যান্ট তৈরির জন্য বাংলাদেশকে প্রয়োজনীয় কারিগরি সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থাটির মহাপরিচালক ড. ট্রেডস গেব্রিয়েসাস। একইসঙ্গে বুস্টার ডোজের পর্যাপ্ত টিকা দেওয়ার আশ্বাস দিয়েছে সংস্থাটির মহাপরিচালক ড. ট্রেডস গেব্রিয়েসাস।

আজ বৃহস্পতিবার (৬ এপ্রিল) সুইজারল্যান্ডের জেনেভায় সংস্থাটির সদর দপ্তরে ডব্লিউএইচওর মহাপরিচালক ড. টেড্রস গেব্রিয়েসাসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বৈঠকের ব্যাপারে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ভালো স্বাস্থ্যসেবা পেতে স্বাস্থ্যকর্মীদের কর্ম পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। তাদের পর্যাপ্ত প্রশিক্ষণ,  চাকরির নিরাপত্তা ও ভাতাসহ ইত্যাদি সুযোগ-সুবিধা নিশ্চিতের বিষয়েও আলোচনা করা হয়। 

এর আগে বুস্টার ডোজের পর্যাপ্ত টিকা দেওয়া, ভ্যাকসিন প্ল্যান্ট তৈরির জন্য প্রয়োজনীয় কারিগরি সহায়তা, ডব্লিউএইচওর ওষুধ প্রশাসন কর্তৃপক্ষ কর্তৃক ল্যাবের স্বীকৃতি প্রদান ও সংস্থাটির আগামী আঞ্চলিক নির্বাচনের বিষয়ে আলোচনা হয়।

বৈঠক শেষে ডব্লিউএইচওর মহাপরিচালককে বাংলাদেশ সফরের অনুরোধ করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। মহাপরিচালক ড. টেড্রসও খুব শিগগিরই বাংলাদেশ সফরের সম্মতি দেন।

এছাড়া দিনের অন্য একটি সভায় ‘হেলথ ওয়ার্কফোর্স ইনভেস্টমেন্ট’ বিষয়ক একটি গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে ভালো স্বাস্থ্যসেবা পেতে স্বাস্থ্যকর্মীদের কর্ম পরিবেশ নিশ্চিত করার জন্য গুরুত্বারোপ করা হয়। তাদের পর্যাপ্ত প্রশিক্ষণ ও চাকরির নিশ্চয়তাসহ বিভিন্ন বিষয়ের ওপরও গুরুত্বারোপ করা হয়। বৈঠকে বাংলাদেশের সফলভাবে কোভিড নিয়ন্ত্রণ ও ভ্যাকসিন কার্যক্রমের প্রশংসা করা হয়।

সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন জেনেভায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ সুফিউবর রহমান, ড. হান্নান বলখি (এসডিজি), স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক আহমেদুল কবীর ও ড. রজারিও গাসপার।

এসএস

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক