০৪ এপ্রিল, ২০২৩ ০৯:০১ পিএম

স্বাস্থ্যসেবায় দেশসেরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল

স্বাস্থ্যসেবায় দেশসেরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: হাসপাতালের অভ্যন্তরীণ স্বাস্থ্যসেবা, বহির্বিভাগে সেবা, চিকিৎসা সরঞ্জামের পর্যাপ্ততা ও ব্যবহারসহ হাসপাতালের সার্বিক সেবা ও সুবিধা বিবেচনায় জাতীয় পর্যায়ে দেশের ১৭টি সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক)। গত রোববার (২ এপ্রিল) নিজস্ব ওয়েবসাইটে মূল্যায়নের এ ফল প্রকাশ করে স্বাস্থ্য অধিদপ্তর।

জানা গেছে, স্বাস্থ্য অধিদপ্তরের মূল্যায়ন প্রক্রিয়ায় (ফ্যাসিলিটি স্কোরিং) মোট ৮০ স্কোরের মধ্যে চমেক হাসপাতালের প্রাপ্ত স্কোর ৬৩। দ্বিতীয় অবস্থানে থাকা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের স্কোর ৬২.৩৬। তৃতীয় অবস্থানে রয়েছে রাজশাহী মেডিকেল কলেজ। প্রতিষ্ঠানটির প্রাপ্ত স্কোর ৬২.১৫। ৬১.৭৮ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল। পঞ্চম অবস্থানে থাকা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের স্কোর ৬১.৭৫।

এরপর যথাক্রমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল (বগুড়া), কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল, এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল, শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল (ফরিদপুর), শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল ও শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের অবস্থান।

আরও জানা যায়, দেশে সরকারি মেডিকেল কলেজের মোট সংখ্যা ৩৭টি। এর মধ্যে হাসপাতাল আছে ২৯টির। এসব সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে বরাবরই রোগীর চাপ থাকে বেশি। প্রতিনিয়ত শয্যা সংখ্যার কয়েক গুণ বেশি রোগী ভর্তি থাকছে। হাসপাতালগুলোর স্বাস্থ্যসেবার মান নিয়ে সরকারিভাবে নিয়মিত র‌্যাংকিং করে আসছে স্বাস্থ্য অধিদপ্তর। সর্বশেষ র‌্যাংকিংটি করা হয়েছে ১৭টি মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চট্টগ্রাম মেডিকেল
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক