০৪ এপ্রিল, ২০২৩ ০৭:৩৮ পিএম

৬৩ জেলায় করোনায় আক্রান্ত নতুন রোগী নেই

৬৩ জেলায় করোনায় আক্রান্ত নতুন রোগী নেই
এ সময় এই ভাইরাসে কারও মৃত্যু হয়নি।

মেডিভয়েস রিপোর্ট: গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৮ জন। এ সময় এই ভাইরাসে কারও মৃত্যু হয়নি। আক্রান্ত ৮ জনের সবাই ঢাকা জেলার। ঢাকার বাইরের সারা দেশের ৬৩ জেলায় নতুন আক্রান্ত করোনা রোগী নেই।

এ পর্যন্ত দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৪৪৬ জনের। আর আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৮ হাজার ৫৩ জন।

আজ মঙ্গলবার (৪ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮৮৫টি ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে দুই হাজার ১৮টি এবং মোট নমুনা পরীক্ষা করা হয়েছে দুই হাজার ১৮টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৫৩ লাখ ৬০ হাজার ৮৯টি।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক