০১ এপ্রিল, ২০২৩ ১১:২২ এএম

বিএসএমএমইউতে বৈকালিক চেম্বারে অধিকসংখ্যক রোগী দেখার নির্দেশ ভিসির

বিএসএমএমইউতে বৈকালিক চেম্বারে অধিকসংখ্যক রোগী দেখার নির্দেশ ভিসির
বিশ্ববিদ্যালয়ের বহির্বিভাগে দায়িত্বপালনরত মেডিকেল অফিসারদের বিভিন্ন ওষুধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভদের বিষয়েও সতর্ক করে দেন বিএসএমএমইউ ভিসি।

মেডিভয়েস রিপোর্ট: বৈকালিক স্বাস্থ্য সেবায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) চিকিৎসকদের অধিকসংখ্যক রোগী দেখার তাগিদ দিয়েছেন ভাইস-চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। 

আজ শনিবার (১ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে সকল বিভাগীয় প্রধান ও ডিনদের সাথে শিক্ষা, চিকিৎসাসেবাসহ বিভিন্ন বিষয় নিয়ে এক মতবিনিময় সভায় এ নির্দেশ দেন তিনি।

বিএসএমএমইউ ভিসি চিকিৎসকদের উদ্দেশ্যে বলেন, ‘বৈকালিক সেবায় বহির্বিভাগে স্পেশালাইজড আউটডোরে যত বেশি সম্ভব রোগী দেখবেন। যাতে বহির্বিভাগে আসা রোগীদের কেউ ফেরত যেতে না হয়।’ 

এসময় তিনি এফ ব্লকের রেডিওলজি এন্ড ইমেজিং বিভাগে ভিড় এড়াতে এমআরআই, সিটিস্ক্যানের জন্য সুপার স্পেশালাইজড হাসপাতালের বহির্বিভাগে যাওয়ার জন্য রোগীদের পরামর্শ দেন। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের বহির্বিভাগে দায়িত্বপালনরত মেডিকেল অফিসারদের বিভিন্ন ওষুধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভদের বিষয়েও সতর্ক করে দেন তিনি।

সভায় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, প্রো-ভিসি (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মনিরুজ্জামান খান, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল, ডীন অধ্যাপক ডা. মাসুদা বেগম ও প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল।

এসএস

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত