‘উন্নত সেবা দিতেই সরকারি হাসপাতালে বৈকালিক চিকিৎসা চালু’

মেডিভয়েস রিপোর্ট: কোনো রাজনৈতিক উদ্দেশ্যে নয়, জনগণকে স্বল্প খরচে উন্নত সেবা দিতে সরকারি হাসপাতালে বিকেলবেলার স্বাস্থ্যসেবা কার্যক্রম চালু করা হয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে জনসেবামূলক এ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।’
আজ শুক্রবার (৩১ মার্চ) রাজধানীর ভিকারুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি, ডিপ্লোমা ইন মিডওয়াইফারি ও বিএসসি ইন নার্সিং কোর্সের ২৭তম কম্প্রিহেনসিভ (লাইসেন্সিং) পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমরা চাই চিকিৎসকরা ক্লিনিকে না গিয়ে সরকারি হাসপাতালেই যেন বিকালে প্রাইভেট চেম্বারে রোগী দেখেন। এ ক্ষেত্রে তারা বাইরে যে ফি নেন, তার এক-তৃতীয়াংশ ফি নেবেন। তাছাড়া হাসপাতালে যেসব রোগী ভর্তি থাকে, তাদেরও অনেক সময় বিশেষজ্ঞ চিকিৎসার প্রয়োজন পড়ে। এই সিদ্ধান্তের ফলে সরকারি হাসপাতালগুলোতে বিকালেও বিশেষজ্ঞরা থাকবেন। এতে সেবার মান আরও উন্নত হবে।’

কমিউনিটি ক্লিনিকের আন্তর্জাতিক স্বীকৃতির অনুষ্ঠানে ডা. মোদাচ্ছের
কমিউনিটি ক্লিনিক: বঙ্গবন্ধুর দর্শনই প্রধানমন্ত্রীর হাতে বাস্তবায়ন
কমিউনিটি ক্লিনিকের আন্তর্জাতিক স্বীকৃতির অনুষ্ঠানে ডা. মোদাচ্ছের
কমিউনিটি ক্লিনিক: বঙ্গবন্ধুর দর্শনই প্রধানমন্ত্রীর হাতে বাস্তবায়ন
কমিউনিটি ক্লিনিকের আন্তর্জাতিক স্বীকৃতির অনুষ্ঠানে ডা. মোদাচ্ছের
কমিউনিটি ক্লিনিক: বঙ্গবন্ধুর দর্শনই প্রধানমন্ত্রীর হাতে বাস্তবায়ন
