৩১ মার্চ, ২০২৩ ০৮:২৭ পিএম

নাট্যকারদের বিনামূল্যে চিকিৎসা দেবেন ডা. এজাজ

নাট্যকারদের বিনামূল্যে চিকিৎসা দেবেন ডা. এজাজ
ডা. এজাজুল ইসলাম।

মেডিভয়েস রিপোর্ট: এখন থেকে নিয়মিত দেশের নাট্যকারদের সংগঠন টেলিভিশন নাট্যকার সংঘের সদস্যদের ফ্রি চিকিৎসা দেবেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা ডা. এজাজুল ইসলাম। 

শুক্রবার (৩১ মার্চ) বিষয়টি নিশ্চিত করে নাট্যকার সংঘের পক্ষ থেকে সংগঠনের সভাপতি হারুন রশিদ ও সাধারণ সম্পাদক আহসান আলমগীর এক বিবৃতি দিয়েছেন।

এতে বলা হয়েছে, ‘আনন্দের সংবাদ, আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, দেশের প্রথিতযশা চিকিৎসক, বিশিষ্ট অভিনেতা এবং নাট্যকার (টেলিভিশন নাট্যকার সংঘের সদস্য) ডা. ইজাজুল ইসলাম এখন থেকে নিয়মিত প্রতি মাসের ১ তারিখ বিকেল ৫টা থেকে টেলিভিশন নাট্যকার সংঘের নিকেতন কার্যালয়ের সেমিনার কক্ষে টেলিভিশন নাট্যকার সংঘের সদস্যদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করবেন।'

‘সিডিউল অনুযায়ী সোমবার (১ মে) বিকেল ৫টায় চিকিৎসাসেবা গ্রহণ করতে আগ্রহী টেলিভিশন নাট্যকার সংঘের সদস্যদেরকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে।’

প্রসঙ্গত, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা ডা. এজাজুল ইসলাম অভিনয়ের পাশাপাশি একজন চিকিৎসক হিসেবেও পরিচিত। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিউক্লিয়ার মেডিসিন বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন শেষে অবসর গ্রহণ করেন।

বর্তমানে তাঁর গাজীপুর চোরাস্তা এলাকায় নিজের চেম্বার রয়েছে। সেখানে তিনি নিয়মিত রোগী দেখেন। এ ছাড়া নিয়মিত অভিনয়ও করছেন তিনি। অনেকে তাকে গরিবের ডাক্তার হিসেবেও ডাকেন। কারণ তিনি আর্থিকভাবে অসচ্ছল মানুষদের চিকিৎসা সেবা দেন। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
কমিউনিটি ক্লিনিকের আন্তর্জাতিক স্বীকৃতির অনুষ্ঠানে ডা. মোদাচ্ছের

কমিউনিটি ক্লিনিক: বঙ্গবন্ধুর দর্শনই প্রধানমন্ত্রীর হাতে বাস্তবায়ন

কমিউনিটি ক্লিনিকের আন্তর্জাতিক স্বীকৃতির অনুষ্ঠানে ডা. মোদাচ্ছের

কমিউনিটি ক্লিনিক: বঙ্গবন্ধুর দর্শনই প্রধানমন্ত্রীর হাতে বাস্তবায়ন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক