ইনস্টিটিউশনাল প্র্যাকটিস: প্রচার বাড়ালে রোগী বাড়বে

মেডিভয়েস রিপোর্ট: ইনস্টিটিউশনাল প্র্যাকটিস শুরুর প্রথম দিনেই ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা নিয়েছেন ৪৪ জন, প্রতিবন্ধী দম্পতির কোলজুড়ে এসেছে কন্যা সন্তান।
গতকাল বৃহস্পতিবার (৩০ মার্চ) বিকেল ৫টায় কিশোরগঞ্জের ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিজার অপারেশনের মাধ্যমে কন্যা সন্তানের মা হন শারীরিক প্রতিবন্ধী সাহেরা খাতুন।
আজ শুক্রবার (৩১ মার্চ) উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. বুলবুল আহম্মদ মেডিভয়েসকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘বৈকালিক বিশেষজ্ঞ চিকিৎসা সেবা নিতে স্বামী ওয়াহেদকে সঙ্গে নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন সাহেরা খাতুন। সরকার নির্ধারিত ফি দিয়ে বিকাল ৫টায় চিকিৎসক দেখান এ দম্পতি। ডেলিভারির সময় হওয়ার কারণে গাইনি কনসালটেন্ট ডা. ফিরোজা বেগম এবং এ্যনেসথেশিওলজিস্ট ডা. এ জেড এম ফরহাদের সহায়তায় সিজারিয়ান অপারেশন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মুহাম্মদ মইনুল হক খান।’
ইউএইচএফপিও বলেন, বৈকালিক সেবার প্রথম দিন ৪৪ জন রোগী সেবা নিয়েছেন। প্রচার বাড়ালে দিন দিন রোগী আরও বৃদ্ধি পাবে। আগে যারা প্রাইভেটে সেবা নিতেন, আশা করি এখন তারা স্বাস্থ্য কমপ্লেক্সে বৈকালিক সেবা নিতে আসবেন।’
ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সব কনসালটেন্টের সুনাম রয়েছে জানিয়ে তিনি বলেন, ‘তারা প্রাইভেট হাসপাতালে প্রতি শুক্রবার প্র্যাকটিস করেন। এসব চিকিৎসকদের রোগীরা বেসরকারি ক্লিনিকে শুধু শুক্রবার দেখাতে পারতেন। এখন থেকে সপ্তাহে দুই দিন সরকারি হাসপাতালে দেখাতে পারবেন। সপ্তাহে দুই দিন স্বাস্থ্য কমপ্লেক্সে ৩০০ টাকায় প্রাইভেট চিকিৎসা দেওয়ার ঘোষণা শুনে রোগীরা অনেক খুশি হয়েছেন। কারণ, একই মানের চিকিৎসার জন্য বেসরকারি ক্লিনিকে লাগে ৫০০ টাকা আর সরকারিতে পাচ্ছেন ৩০০ টাকায়।’
প্রাইভেট হাসপাতালের পরীক্ষা-নিরীক্ষা অনেক ব্যয়বহুল জানিয়ে তিনি আরও বলেন, ‘এখন থেকে রোগীরা একই চিকিৎসা এবং পরীক্ষা-নিরীক্ষা বেসরকারি হাসপাতালের তুলনায় সরকারি হাসপাতালে কম খরচে ও সহজে করতে পারবেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইসিজি, আল্ট্রাসনোগ্রামসহ সব পরীক্ষার ব্যবস্থাই আছে। পরিবেশও অনেক ভালো অবস্থায় আছে।’
ডা. বুলবুল বলেন, ‘গতকাল বৈকালিক সেবায় একজন চিকিৎসক ৭-৮ জন করে রোগী দেখেছেন। তিন ঘণ্টায় ৭-৮ জন রোগী দেখলে খুব মনযোগ দিয়ে দেখা যায়, কিন্তু আউটডোরে প্রতি দিন ৮০০-৯০০ রোগী আসেন। এ বিশাল সংখ্যক রোগীকে সেবা দেওয়ার পর্যাপ্ত সময় পান না চিকিৎসকরা। দেখা যায়, একজন রোগীর পেছনে ১ মিনিটও সময় ব্যয় করতে পারেন না। এজন্য যারা প্রাইভেট চিকিৎসা নিতে চান, তারা বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসলে ভালো মানের সেবা পাবেন।’
গতকালের বৈকালিক সেবা নিয়ে রোগী ও কনসালটেন্টরা খুব খুশি বলেও জানান তিনি।
এএইচ/এমইউ
-
৩১ মার্চ, ২০২৩
-
৩০ মার্চ, ২০২৩
-
৩০ মার্চ, ২০২৩
-
২৯ মার্চ, ২০২৩
-
২৭ মার্চ, ২০২৩
-
২৭ মার্চ, ২০২৩

কমিউনিটি ক্লিনিকের আন্তর্জাতিক স্বীকৃতির অনুষ্ঠানে ডা. মোদাচ্ছের
কমিউনিটি ক্লিনিক: বঙ্গবন্ধুর দর্শনই প্রধানমন্ত্রীর হাতে বাস্তবায়ন
কমিউনিটি ক্লিনিকের আন্তর্জাতিক স্বীকৃতির অনুষ্ঠানে ডা. মোদাচ্ছের
কমিউনিটি ক্লিনিক: বঙ্গবন্ধুর দর্শনই প্রধানমন্ত্রীর হাতে বাস্তবায়ন
কমিউনিটি ক্লিনিকের আন্তর্জাতিক স্বীকৃতির অনুষ্ঠানে ডা. মোদাচ্ছের
কমিউনিটি ক্লিনিক: বঙ্গবন্ধুর দর্শনই প্রধানমন্ত্রীর হাতে বাস্তবায়ন
