৩১ মার্চ, ২০২৩ ১২:০৬ পিএম

নার্সিং-মিডওয়াইফারি কোর্স সম্পন্নকারীদের লাইসেন্সিং পরীক্ষা অনুষ্ঠিত

নার্সিং-মিডওয়াইফারি কোর্স সম্পন্নকারীদের লাইসেন্সিং পরীক্ষা অনুষ্ঠিত
ফাইল ছবি।

মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের অধিভুক্ত নার্সিং ও মিডওয়াইফারি কোর্স সম্পন্নকারীদের কম্প্রিহেন্সিভ লাইসেন্সিং পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (৩১ মার্চ) সকাল ১০টা ১৫ মিনিটে রাজধানীতে ৪টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

রাজধানীর বেইলি রোডে ভিকারুন্নেসা স্কুলে নার্সিং ইন্সটিটিউটের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের অধিভুক্তনার্সিং ও মিডওয়াইফারি কোর্স সম্পন্নকারিদের ২৭তম কম্প্রিহেন্সিভ লাইসেন্সিং পরীক্ষা ৪টি কেন্দ্রে ৩টি কোর্সের মোট ১১ হাজার ৯০৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছেন।

কেন্দ্র

ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ৪ হাজার ৬১৯ জন, হাবিুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে ২ হাজার ১৫০ জন, উইলস লিটল ফ্লাওফার স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ২ হাজার ৬৫২ ও সিদ্ধেশরী গার্লস কলেজ কেন্দ্রে পরীক্ষা দিয়েছে ২ হাজার ৪৮৩ জন। 

কোর্স অনুযায়ী পরীক্ষার্থী

ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি কোর্সে ৮ হাজার ১৬৫ জন, ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সে ৪০ জন, ডিপ্লোমা ইন পেশেন্ট কেয়ার টেকনোলজি কোর্সে ২ হাজার ৬৫২ জন ও বিএসি ইন নার্সিং পরীক্ষার্থী ২ হজার ৪৮৩ জন।

এএইচ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
কমিউনিটি ক্লিনিকের আন্তর্জাতিক স্বীকৃতির অনুষ্ঠানে ডা. মোদাচ্ছের

কমিউনিটি ক্লিনিক: বঙ্গবন্ধুর দর্শনই প্রধানমন্ত্রীর হাতে বাস্তবায়ন

কমিউনিটি ক্লিনিকের আন্তর্জাতিক স্বীকৃতির অনুষ্ঠানে ডা. মোদাচ্ছের

কমিউনিটি ক্লিনিক: বঙ্গবন্ধুর দর্শনই প্রধানমন্ত্রীর হাতে বাস্তবায়ন

  এই বিভাগের সর্বাধিক পঠিত