৩০ মার্চ, ২০২৩ ০৮:২০ পিএম

নাটোরের নতুন সিভিল সার্জন ডা. মশিউর রহমান

নাটোরের নতুন সিভিল সার্জন ডা. মশিউর রহমান
ডা. মুহাম্মদ মশিউর রহমান।

মেডিভয়েস রিপোর্ট: কুষ্টিয়া মেডিক্যাল এসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের জুনিয়র লেকচারার ডা. মুহাম্মদ মশিউর রহমানকে নাটোর জেলার সিভিল সার্জন পদে পদায়ন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। 

বুধবার (২৯ মার্চ) মন্ত্রণালয়ের সেবা বিভাগের পারসোনেল-২ অধিশাখার সিনিয়র সহকারী সচিব মো. আলমগীর কবীর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়েছে, ‘পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার/স্বাস্থ্য সার্ভিসের কর্মকর্তা ডা. মুহাম্মদ মশিউর রহমানকে নাটোর জেলার সিভিল সার্জন পদে পদায়ন করা হলো।’

ডা. মুহাম্মদ মশিউর রহমান এর আগে নওগাঁ জেলার মান্দা উপজেলায় এবং ঢাকা জেলার কেরাণীগঞ্জ উপজেলায় ইউএইচএফপিও হিসাবে দায়িত্ব পালন করেছেন । সর্বশেষ তিনি কুষ্টিয়া মেডিক্যাল এসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলে পদায়িত ছিলেন।

এসএস

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
কমিউনিটি ক্লিনিকের আন্তর্জাতিক স্বীকৃতির অনুষ্ঠানে ডা. মোদাচ্ছের

কমিউনিটি ক্লিনিক: বঙ্গবন্ধুর দর্শনই প্রধানমন্ত্রীর হাতে বাস্তবায়ন

কমিউনিটি ক্লিনিকের আন্তর্জাতিক স্বীকৃতির অনুষ্ঠানে ডা. মোদাচ্ছের

কমিউনিটি ক্লিনিক: বঙ্গবন্ধুর দর্শনই প্রধানমন্ত্রীর হাতে বাস্তবায়ন