চট্টগ্রামে বার্ন ইনস্টিটিউট প্রতিষ্ঠায় চীনের সঙ্গে চুক্তি

মেডিভয়েস রিপোর্ট: চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ১৫০ শয্যা বিশিষ্টি বার্ন ইনস্টিটিউট স্থাপনের বিষয়ে চীন সরকারের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ। আজ বৃহস্পতিবার (৩০ মার্চ) সকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয় এবং চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
বাংলাদেশ সরকারের পক্ষে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ড. মু. আনোয়ার হোসনে হাওলাদার এবং চীনের পক্ষে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন চুক্তি স্বাক্ষর করেন।
এ সময় বাংলাদেশ সরকারের পক্ষ উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. আজিজুর রহমান ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ খুরশীদ আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। চীন সরকারের পক্ষে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা সংস্থার ভাইস চেয়ারম্যান দেং বোকিংসহ ঢাকাস্থ চীন দূতাবাসের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
জানা গেছে, স্বাক্ষরিত বাস্তবায়ন চুক্তির আওতায় চীন সরকারের সম্পূর্ণ অনুদান সহায়তায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ১৫০ শয্যা বিশিষ্টি বার্ন ইনস্টিটিউট স্থাপিত হবে। ইনস্টিটিউটের জন্য প্রয়োজনীয় মেডিকেল যন্ত্রপাতি এবং আসবাবপত্র চীন সরকার অনুদান সহায়তা হিসাবে প্রদান করবে। নির্মিতব্য বার্ন ইনস্টিটিউটে বহির্বিভাগ, একটি অন্তর্বিভাগ, একটি জরুরি বিভাগ, ১০টি নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) শয্যা, পুরুষদের জন্য ১০টি হাই ডিপেনডেন্সি ইউনিট (এইচডিইউ) শয্যা, মহিলাদের জন্য ১০টি এইচডিইউ শয্যা এবং শিশুদের জন্য ৫টি এইচডিইউ বেড থাকবে।
ইনস্টিটিউট সম্পন্ন করতে দুই বছরের মতো সময় লাগবে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘ঢাকার মতোই চট্টগ্রামেও আগুনজনিত বিভিন্ন দুর্ঘটনা নৈমিত্তিক ঘটে চলেছে। এজন্য চট্টগ্রামে এ রকম ঢাকার মানের একটি বার্ন ইনস্টিটিউট প্রয়োজন। ঢাকায় শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের ৫০০ শয্যাই প্রায় পূর্ণ থাকে। ঢাকায় এই একটি বার্ন ইনস্টিটিউটের কারণে ঢাকার উপর যে চাপ পড়ছে, তা চট্টগ্রামে ১৫০ বেডের বার্ন ইনস্টিটিউট চালু হলে কিছুটা কমে যাবে। এর পাশাপাশি শীঘ্রই আমরা আরো নতুন করে ৫ বিভাগে ৫টি বার্ন ইনস্টিটিউট নির্মাণ কাজ হাতে নিয়েছি। এতে দেশে সাতটি উন্নত মানের বার্ন ইনস্টিটিউট হয়ে যাবে।’
এসএএইচ/এমইউ
-
৩০ মার্চ, ২০২৩
-
২৩ মার্চ, ২০২৩

কমিউনিটি ক্লিনিকের আন্তর্জাতিক স্বীকৃতির অনুষ্ঠানে ডা. মোদাচ্ছের
কমিউনিটি ক্লিনিক: বঙ্গবন্ধুর দর্শনই প্রধানমন্ত্রীর হাতে বাস্তবায়ন
কমিউনিটি ক্লিনিকের আন্তর্জাতিক স্বীকৃতির অনুষ্ঠানে ডা. মোদাচ্ছের
কমিউনিটি ক্লিনিক: বঙ্গবন্ধুর দর্শনই প্রধানমন্ত্রীর হাতে বাস্তবায়ন
কমিউনিটি ক্লিনিকের আন্তর্জাতিক স্বীকৃতির অনুষ্ঠানে ডা. মোদাচ্ছের
কমিউনিটি ক্লিনিক: বঙ্গবন্ধুর দর্শনই প্রধানমন্ত্রীর হাতে বাস্তবায়ন
