৩০ মার্চ, ২০২৩ ০২:২৩ পিএম

সরকারি হাসপাতালে চিকিৎসকদের বৈকালিক চেম্বারের উদ্বোধন

সরকারি হাসপাতালে চিকিৎসকদের বৈকালিক চেম্বারের উদ্বোধন
প্রতীকী ছবি।

মেডিভয়েস রিপোর্ট: সরকারি হাসপাতালে চিকিৎসকদের বৈকালিক চেম্বার কার্যক্রমের উদ্বোধন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। আজ বৃহস্পতিবার (৩০ মার্চ) বেলা আড়াইটার দিকে মন্ত্রণালয়ের সভাকক্ষে এ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী জানান, প্রাথমিকভাবে ঢাকা বিভাগের ১০ জেলা, চট্টগ্রাম বিভাগের সাত জেলা, ময়মনসিংহ বিভাগের চার জেলা, খুলনা বিভাগের পাঁচ জেলা, রাজশাহী বিভাগের তিন জেলা, রংপুর বিভাগের পাঁচ জেলা, বরিশাল বিভাগের তিন জেলা এবং সিলেট বিভাগের চার জেলায় ইনস্টিটিউশনাল প্র্যাকটিস কার্যক্রম শুরু হচ্ছে।

ইনস্টিটিউশনাল প্র্যাকটিসের জন্য নির্ধারিত হাসপাতালগুলো হলো, মানিকগঞ্জ জেলা সদর হাসপাতাল, রাজবাড়ী সদর হাসপাতাল, জামালপুর সদর হাসপাতাল, ফেনী সদর হাসপাতাল, খাগড়াছড়ি সদর হাসপাতাল, ঝিনাইদহ সদর হাসপাতাল, নওগাঁ সদর হাসপাতাল, ঠাকুরগাঁও সদর হাসপাতাল, কুড়িগ্রাম সদর হাসপাতাল, ভোলা সদর হাসপাতাল, সুনামগঞ্জ সদর হাসপাতাল।

বৈকালিক স্বাস্থ্য সেবার জন্য প্রস্তুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো হলো—সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, টুংগিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কক্সবাজার সদর হাসপাতাল, সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সরিষাবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, দূর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কুমারখালি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, গংগাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, আগৈলঝড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

এর আগে জাহিদ মালেক জানান, ‘ইনশাআল্লাহ ৩০ মার্চ বিকেল ৩টা থেকে দেশের প্রায় ৫০টি সরকারি হাসপাতালে সকাল থেকে দুপুর পর্যন্ত বিদ্যমান সরকারি স্বাস্থ্য সেবার পাশাপাশি ‘বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত’ সরকারি চিকিৎসকরা রোগী দেখবেন ও বিভিন্ন রোগের পরীক্ষা-নিরীক্ষাও করাবেন।’

তিনি বলেন, ‘আগে যেখানে বিকেলে বা সন্ধ্যায় চিকিৎসা নিতে মানুষকে বিভিন্ন প্রাইভেট হাসপাতাল এবং ক্লিনিকে সিরিয়াল দিয়ে বসে থাকতে হতো, এখন প্রাথমিকভাবে নির্দিষ্ট করা হাসপাতালগুলোতে দুপুরের পরও নামমাত্র ফি দিয়ে সরকারি চিকিৎসকদের রোগী দেখাতে পারবেন, চিকিৎসা সেবা নিতে পারবেন লাখ লাখ সাধারণ মানুষ।’

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ইনস্টিটিউশনাল প্র্যাকটিস
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক