৩০ মার্চ, ২০২৩ ১০:২৮ এএম
হাসপাতালে ভর্তি পোপ ফ্রান্সিস

ভ্যাটিকানের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, কয়েকদিন থেকে তিনি শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছেন। তবে তার করোনা হয়নি।
মেডিভয়েস ডেস্ক: শ্বাসতন্ত্রে সংক্রমণে ভুগছেন ভ্যাটিকান সিটির পোপ ফ্রান্সিস। এজন্য ৮৬ বছর বয়সী ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান এ ধর্মগুরুকে ইতালির রোমের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভ্যাটিকানের পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, কয়েকদিন থেকে তিনি শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছেন। তবে তার করোনা হয়নি।
একটি সূত্র বিবিসিকে জানিয়েছে, পোপ ফ্রান্সিসের নিরাপত্তা রক্ষীসহ ঘনিষ্ঠ স্টাফরা আজ বৃহস্পতিবার রাতে গেমেলি হাসপাতালে থাকবেন বলে ধারণা করা হচ্ছে।
এদিকে পোপের অসুস্থতার সংবাদ জেনে তার আরোগ্য কামনায় জনগণকে প্রার্থনার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন