‘৫০ হাসপাতালে ইনস্টিটিউশনাল প্র্যাকটিস শুরু কাল’

মেডিভয়েস রিপোর্ট: আগামীকাল (বৃহস্পতিবার) ৩০ মার্চ দেশের প্রায় ৫০টি সরকারি হাসপাতালে স্বাস্থ্যসেবার পাশাপাশি বিশেষজ্ঞ চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস (রোগী দেখা) শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। বেলা ৩টায় একযোগে এই হাসপাতালগুলোর সেবা কার্যক্রম উদ্বোধন করা হবে।
আজ বুধবার (২৯ মার্চ) সন্ধ্যায় স্বাস্থ্যমন্ত্রীর ফেইসবুক পেইজে এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ‘ইনশাআল্লাহ আগামীকাল বেলা ৩টা থেকে দেশের প্রায় ৫০টি সরকারি হাসপাতালে সকাল থেকে দুপুর পর্যন্ত বিদ্যমান সরকারি স্বাস্থ্যসেবার পাশাপাশি ‘বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত’ সরকারি চিকিৎসকরা রোগী দেখবেন ও বিভিন্ন রোগের পরীক্ষা- নিরীক্ষাও করবেন।’
পর্যায়ক্রমে খুব দ্রুতই দেশের সকল জেলা ও উপজেলার সরকারি হাসপাতালেই এই ব্যবস্থা চালু করা হবে উল্লেখ করা হয়।
পোস্টে আরও বলা হয়, ‘যেখানে বিকেলে বা সন্ধ্যায় চিকিৎসা নিতে মানুষকে বিভিন্ন প্রাইভেট হাসপাতাল/ক্লিনিকে সিরিয়াল দিয়ে বসে থাকতে হতো, এখন প্রাথমিকভাবে নির্দিষ্ট করা হাসপাতালগুলোতে দুপুরের পরও নামমাত্র ফি দিয়ে সরকারি চিকিৎসকদের রোগী দেখাতে পারবেন, চিকিৎসা সেবা নিতে পারবেন লাখ লাখ সাধারণ মানুষ।’
ইনস্টিটিউশনাল প্র্যাকটিসের জন্য নির্ধারিত হাসপাতালগুলো হলো, মানিকগঞ্জ জেলা সদর হাসপাতাল, রাজবাড়ী সদর হাসপাতাল, জামালপুর সদর হাসপাতাল, ফেনী সদর হাসপাতাল, খাগড়াছড়ি সদর হাসপাতাল, ঝিনাইদহ সদর হাসপাতাল, নওগাঁ সদর হাসপাতাল, ঠাকুরগাঁও সদর হাসপাতাল, কুড়িগ্রাম সদর হাসপাতাল, ভোলা সদর হাসপাতাল, সুনামগঞ্জ সদর হাসপাতাল।
বৈকালিক স্বাস্থ্য সেবার জন্য প্রস্তুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো হলো—সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, টুংগিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কক্সবাজার সদর হাসপাতাল, সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সরিষাবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, দূর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কুমারখালি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, গংগাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, আগৈলঝড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
প্রসঙ্গত, এর আগে গত ২২ জানুয়ারি সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের সাথে বিভিন্ন চিকিৎসক পেশাজীবী সংগঠনসহ, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ‘ইনস্টিটিউশনাল প্রাকটিস বিষয়ক একটি জরুরি সভায়’ নির্ধারিত কর্মঘণ্টা শেষে ১ মার্চ থেকে নিজ কর্মস্থলেই সরকারি হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা প্রাইভেট প্র্যাকটিস করার ঘোষণা দেন, যদিও ঘোষিত দিনে তা শুরু করা যায়নি।
এ সেবাটি চালু হলে চিকিৎসকরাও রোগীদের সেবা করার বেশি সুযোগ পাবেন। ডিউটি সময়ের বাইরে চিকিৎসকদের বিভিন্ন ক্লিনিক বা ফার্মেসিতে যেভাবে চেম্বার খুলে রোগী দেখতে হতো, সরকারি এই বিশেষ সুবিধার ফলে নিজ নিজ সরকারি কর্মস্থলেই বিশেষজ্ঞ চিকিৎসকগণ চেম্বারে রোগী দেখতে পারবেন।
এ বিষয়ে চিকিৎসক নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট সব মহলের মতামত নিয়েছে সরকার। এই কাজটি শুরু করতে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে দেওয়া হয়েছিল মন্ত্রণালয়ের পক্ষ থেকে। এই কাজটি শুরু হলে দেশের লাখ লাখ মানুষ বিভিন্ন ক্লিনিক, ফার্মেসিতে ডাক্তার দেখানোর ভোগান্তি থেকে রেহাই পাবেন বলে মনে করেন স্বাস্থ্যমন্ত্রী।
এসএস/এমইউ
-
৩১ মার্চ, ২০২৩
-
৩০ মার্চ, ২০২৩
-
৩০ মার্চ, ২০২৩
-
২৯ মার্চ, ২০২৩
-
২৭ মার্চ, ২০২৩
-
২৭ মার্চ, ২০২৩
