নন-রেসিডেন্টদের পাওনা ভাতা ঈদের আগেই: বিএসএমএমইউ ভিসি

মেডিভয়েস রিপোর্ট: ঈদুল ফিতরের আগেই নন-রেসিডেন্টদের পাওনা ভাতা প্রদান করা হবে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।
ভিসি হিসেবে দায়িত্ব গ্রহণের দুই বছরপূর্তি উপলক্ষে আজ বুধবার (২৯ মার্চ) সকাল ১১টায় শহীদ ডা. মিল্টন হলে আয়োজিত অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি।
ডা. শারফুদ্দিন বলেন, ‘প্রো-ভিসি থাকা অবস্থায় সরকারকে অনুরোধ করে রেসিডেন্টদের ভাতা এনেছি। ভিসি হওয়ার পরে নন-রেসিডেন্টদের ভাতা চালু করলাম। বর্তমানে বৈশ্বিক সমস্যার কারণে বাজেটে বরাদ্দ কমিয়ে ফেলছে সরকার।’
তিনি বলেন, ‘সব অধ্যাপককে পুরনো ফার্নিচারে বসতে হচ্ছে, এসি কিনতে পারছি না। তারপরও রেসিডেন্টদের নিয়মিত ভাতা দিয়ে আসছি। নন-রেসিডেন্টরা কয়েক মাস যাবৎ ভাতা পাচ্ছে না। বিষয়টি নিয়ে আমরা ইতিমধ্যে মিটিং করেছি। সরকারের কাছে টাকা চেয়েছি, এখনও হাতে এসে না পৌঁছালেও যেকোনোভাবেই হোক ঈদের আগে তাঁদের (রেসিডেন্টদের) পাওনা ভাতা দিয়ে দিবো।’
ভাতা ২০ হাজার থেকে ৩০ হাজার টাকায় উন্নীত করার বিষয়ে ভিসি বলেন, ‘বৃদ্ধি করা উচিত, কারণ ২০ হাজার টাকায় এখন অনেক কিছু হয় না। আমরা সরকারের কাছে ৩০ হাজার টাকায় উন্নীত করার জন্য আবেদন করেছি। ভবিষ্যতে সরকারের অর্থনৈতিক অবস্থা ভালো হলে, আশা করি এ ভাতা বৃদ্ধি পাবে।’
এএইচ
-
২৯ মার্চ, ২০২৩
-
২৬ এপ্রিল, ২০২২
-
১৪ ডিসেম্বর, ২০২১
-
০২ ডিসেম্বর, ২০২১
-
০৩ সেপ্টেম্বর, ২০২১
-
০১ সেপ্টেম্বর, ২০২১
-
২৯ জুন, ২০২১
-
২৬ ফেব্রুয়ারী, ২০২১
-
০৭ নভেম্বর, ২০২০
