২৯ মার্চ, ২০২৩ ০২:১৫ পিএম

বিএসএমএমইউ নিয়ে ভিসির ভবিষ্যৎ পরিকল্পনা

বিএসএমএমইউ নিয়ে ভিসির ভবিষ্যৎ পরিকল্পনা
বিএসএমএমইউতে শিক্ষা,চিকিৎসা সেবা ও গবেষণায় সর্বদা কোয়ালিটি এ্যাসুরেন্স নীতি অনুসরণ ও বাস্তবায়িত করা হবে।

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়কে (বিএসএমএমইউ) নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা প্রকাশ করেছেন  ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

আজ বুধবার (২৯ মার্চ)  সকাল ১১টায় শহীদ ডা. মিল্টন হলে ভিসি হিসেবে দায়িত্ব গ্রহণের দুই বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ পরিকল্পনা প্রকাশ করেন তিনি।

প্রখ্যাত চক্ষুরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদের বিএসএমএমইউকে নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনাসমূহ হলো-

১. বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক কার্যক্রম ডিজিটালাইজেশনের লক্ষ্যে অটোমেশনের আওতায় আনা।

২. ইনস্টিটিউশনাল প্র্যাকটিস (IP) কার্যক্রম চালু করা।

৩. অফিসিয়াল কাজে গতি বৃদ্ধির জন্য ই-ফাইলিং চালু করা।

৪. বঙ্গবন্ধু চেয়ার স্থাপন ও বঙ্গবন্ধু রিসার্চ সেন্টার স্থাপন।

৫. ভিসি, প্রো-ভিসি, ট্রেজারার, প্রক্টর ও রেজিস্ট্রারের জন্য বাসভবন সুবিধা।

৬. শিক্ষক ও কর্মকর্তাদের জন্য বাসভবন সুবিধা।

৭. পোস্ট গ্রাজুয়েট ছাত্র ছাত্রীদের জন্য ডরমিটরি স্থাপনের মাধ্যমে পর্যাপ্ত আবাসন নিশ্চিত করা।

৮. সুপার স্পেশালাইজড হাসপাতালকে পূর্ণোদ্যমে চালু করা হবে।

৯. ইউনিভার্সিটির নিজস্ব ছাপাখানা চালু।

১০. বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ব্লক সমূহের মধ্যে ইন্টারকানেকশন ওয়ে নির্মাণ করা।

১১. আউটডোরের জন্য ফুটওভার ব্রিজ নির্মাণ করা।

১২. বিশ্ববিদ্যালয়ের জন্য সুদৃশ্য প্রধান ফটক নির্মাণ।

১৩. শিক্ষা, চিকিৎসা সেবা ও গবেষণায় সর্বদা কোয়ালিটি এ্যাসুরেন্স নীতি অনুসরণ ও বাস্তবায়িত করা।

১৪. কার্ডিওভাসকুলার, চর্ম ও যৌন, কমিউনিটি অফথালমোলজি ইনস্টিটিউট স্থাপন।

১৫. গাড়ি পার্কিংয়ের জন্য আলাদা জোন ও ভবন নির্মাণ।

১৬. এম্বুলেন্স সার্ভিস সম্প্রসারণ।

১৭. গবেষণা কার্যক্রমের জন্য এনিমেল হাউস প্রতিষ্ঠা।

১৮. সুপার স্পেশালাইজড হাসপাতালের ওয়াশিং প্ল্যান্টকে সম্পূর্ণ কর্মক্ষম করা।

১৯. ডাবল শিফটে ওটি কার্যক্রম চালু করা।

এএইচ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ
  এই বিভাগের সর্বাধিক পঠিত