২ বছরে বিএসএমএমইউ ভিসির যত অর্জন

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদের দায়িত্ব গ্রহণের দুই বছরপূর্তি উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ বুধবার (২৯ মার্চ) সকাল ১১টায় শহীদ ডা. মিল্টন হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিএসএমএমইউ’র চিকিৎসা শিক্ষা, চিকিৎসাসেবা, গবেষণা ও উন্নয়নমূলক কার্যক্রমসহ গত দুই বছরের বিএসএমএমইউ ভিসির উল্লেখযোগ্য অর্জনসমূহ নিয়ে আলোচনা করেন বক্তারা।
এক নজরে অধ্যাপক ডা. শারফুদ্দিনের অর্জনসমূহ
১. ‘Haematological Parameters and Antibody Titre After Vaccination Against SARS-COV-2’ শীর্ষক গবেষণার ফলাফল প্রকাশ।
২. ব্ল্যাক ফাঙ্গাস এর রোগ নির্ণয় ও চিকিৎসা বিষয়ক গাইডলাইন প্রকাশ। ফরেনসিক মেডিসিন ও টক্সিকোলজি বিভাগ চালু।
৩. করোনার সময় বেতার ভবনে ১০০ শয্যার করোনা ইউনিট চালু, বৃদ্ধি করা হয় নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ও কেবিন সংখ্যা। লক্ষ লক্ষ লোককে করোনা ভ্যাক্সিন দেওয়া হয়।
৪. বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কোভিড ফিল্ড হাসপাতাল ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিকক্ষের কেবিন-১১৭ উদ্বোধন।
৫. চালু করা হয় বন্ধ থাকা টিএসসি।
৬. ২০ হাজার লিটার ধারণ ক্ষমতাসম্পন্ন অক্সিজেন প্ল্যান্ট স্থাপন।
৭. রেটিনোপ্যাথি অব প্রিমেচিউরিটি (আরওপি) ক্লিনিকের যাত্রা শুরু।
৮. প্রবীণদের পুষ্টিসহ ৩টি গবেষণার ফলাফল প্রকাশ।
৯. রোগীদের সুবিধার্থে বৈকালিক স্পেশালাইজড আউটডোর চালু।
১০. হেলথ কার্ড প্রদান।
১১. সফলভাবে ইনফার্টিলিটির চিকিৎসায় স্টেম সেল প্রয়োগ।
১২. সাধারণ জরুরি বিভাগ চালু।
১৩. শিশু সার্জারি বিভাগে স্কিল ল্যাব, ডিজিটাল লাইব্রেরি ও ৩টি ডিভিশন এবং হিজরা নামে পরিচিত তৃতীয় লিঙ্গের শিশুদের চিকিৎসার জন্য ডিসঅর্ডার অব সেক্স ডেভেলপমেন্ট বহির্বিভাগ ক্লিনিক সেবা শুরু।
১৪. অটোল্যারিংগোলজি হেড এন্ড নেক সার্জারি বিভাগের উদ্যোগে স্কিল ল্যাবের উদ্বোধন।
১৫. নয়শ’ কর্মচারীর চাকরি স্থায়ীকরণ এবং সাতশ’ নতুন নার্স নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়।
১৬. টোকিও বিশ্ববিদ্যালয়, ব্রাউন বিশ্ববিদ্যালয় ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাথে সমঝোতা চুক্তি স্বাক্ষর।
১৭. বেতার ভবনের স্থানে সুপার স্পেশালাইজড হাসপাতাল-২ নির্মাণের লক্ষ্যে কার্যক্রম শুরু। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের ওপিডি-১ এবং ২নং ভবনকে উলম্বভাবে বর্ধিতকরণ।
১৮. কোভিড-১৯-এর ৯৩৭টি জেনোম সিকোয়েন্সিং গবেষণার ফলাফল প্রকাশ।
১৯. অন্ধত্ব নিবারণ সংক্রান্ত উচ্চতর মেডিকেল চিকিৎসা শিক্ষার বইয়ের মোড়ক উম্মোচন করা হয়।
২০. কোভিত-১৯ এর টিকা গ্রহীতাদের উপর পরিচালিত গবেষণার ফলাফল প্রকাশ ও খাদ্যে ক্ষতিকারক উপাদানের উপস্থিতি (ফুড হ্যাজার্ড) নিয়ে ৩টি গবেষণার ফলাফল প্রকাশ।
২১. ‘বাংলাদেশে কোভিড-১৯ মহামারীকালে স্বাস্থ্যকর্মীদের উপর এর মনস্তাত্ত্বিক প্রভাব, কুশলাবস্থা, সংশ্লিষ্ট ফ্যাক্টরসমূহ এবং মানিয়ে নেবার কৌশল’ শীর্ষক জাতীয় জরিপের ফলাফল প্রকাশ করা হয়।
২২. অটোমেশন ব্যবস্থার অংশ হিসেবে উপস্থিতির ডিজিটাল পদ্ধতি চালু।
২৩. বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে দেশের প্রথমবারের মতো গর্ভাবস্থায় ভ্রুণের ত্রুটির ঝুঁকি নির্ণয়ে পরীক্ষা চালু।
২৪. ৭৮ জন শিক্ষক ও চিকিৎসকদের মাঝে গবেষণা অনুদান প্রদান। ২০২২-২০২৩ অর্থ বছরে গবেষণা খাতে বরাদ্দ ৪ কোটি টাকা থেকে ২২ কোটি ৪০ লক্ষ টাকায় উন্নীত।
২৫. বুক না কেটে ও অজ্ঞান না করে প্রথমবারের মতো অ্যাওরটিক ভাল্ভ সফলভাবে প্রতিস্থাপন।
২৬. প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় সুপার স্পেশালাইজড হাসপাতালের শুভ উদ্বোধন করেন।
২৭. ‘শিশু স্বাস্থ্য, বিকাশ ও সুরক্ষা’ শীর্ষক গবেষণার ফলাফল প্রকাশ।
২৮. ব্রেন ডেথ রোগীর অঙ্গদানের মাধ্যমে বাংলাদেশে প্রথম সফল ক্যাডাভেরিক কিডনি ও কর্নিয়া ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন করা।
২৯. মুজিব শতবর্ষ লিভার ট্রান্সপ্ল্যান্ট প্রোগ্রামের অংশ হিসেবে সফলভাবে লিভার প্রতিস্থাপন সম্পন্ন করা হয়। লিভার দাতা ও গ্রহিতা সুস্থ আছেন।
এ ছাড়াও বিএসএমএমইউতে ডা. শারফুদ্দিন আরও অনেক কাজ করেছেন, যা প্রশসংশনীয় বলে মনে করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।
প্রসঙ্গত, ২০২১ সালের ২৯ মার্চ প্রখ্যাত চক্ষুরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
এএইচ/এমইউ
-
০২ ডিসেম্বর, ২০২৩
-
৩০ নভেম্বর, ২০২৩
-
৩০ নভেম্বর, ২০২৩
-
২৮ নভেম্বর, ২০২৩
-
২৮ নভেম্বর, ২০২৩
-
২৮ নভেম্বর, ২০২৩
-
২৭ নভেম্বর, ২০২৩
-
২৬ নভেম্বর, ২০২৩
-
২৬ নভেম্বর, ২০২৩