শ্রবণশক্তি নষ্ট হওয়ার আগে স্ক্রিনিং জরুরি

মেডিভয়েস রিপোর্ট: দেশের অনেক মানুষ ভার্টিগো সমস্যায় ভুগছেন বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভাইস-চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।
আজ মঙ্গলবার (২৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের অটোল্যারিংগোলজি হেড এন্ড নেক সার্জারি বিভাগের অটোলজি ডিভিশনের উদ্যোগে উন্নতমানের প্রযুক্তিসমৃদ্ধ ‘অডিও ভেস্টিবুলার সেন্টার’ উদ্বোধনকালে এ কথা বলেন তিনি।
মাথাঘোরা, ভারসাম্যহীনতায় ভোগা, ভার্টিগো সমস্যায় আক্রান্ত রোগীদের রোগ নির্ণয় ও চিকিৎসাসেবায় উন্নতমানের প্রযুক্তিসমৃদ্ধ এ ‘অডিও ভেস্টিবুলার সেন্টার’ উদ্বোধন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, ‘দেশের একটি উল্লেখযোগ্য সংখ্যক মানুষ ভার্টিগো সমস্যায় ভুগছেন। খেয়াল রাখতে হবে শ্রবণশক্তি হ্রাস পেতে পেতে যাতে একেবারে নষ্ট না হয়ে যায়। এ ধরণের সমস্যায় আক্রান্ত রোগীদের চিহ্নিত করতে স্ক্রিনিং কার্যক্রম ব্যাপকভাবে জোরদার করতে হবে।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অটোল্যারিংগোলজি হেড এন্ড নেক সার্জারি বিভাগের অটোলজি ডিভিশনের প্রধান অধ্যাপক ডা. এএইচএম জহুরুল হক সাচ্চু। বক্তব্য রাখেন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আজহারুল ইসলাম, সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. বেলায়েত হোসেন সিদ্দিকী ও অধ্যাপক ডা. কামরুল হাসান তরফদার। প্রবন্ধ উপস্থাপন করেন সহকারী অধ্যাপক ডা. আবির্ভাব নাহা। সঞ্চালনা করেন সহযোগী অধ্যাপক ডা. মো. হারুন অর রশিদ তালুকদার।
এসএস
-
১০ ঘন্টা আগে
-
৩০ মে, ২০২৩
-
২৯ মে, ২০২৩
-
২৮ মে, ২০২৩