২৫ মার্চ, ২০২৩ ০২:৪৪ পিএম

চট্টগ্রাম মেডিকেলে গণহত্যা দিবস পালিত

চট্টগ্রাম মেডিকেলে গণহত্যা দিবস পালিত
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ১৯৭১ সালের ২৫ মার্চ কালোরাতে শহীদদের স্মরণে চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে গণহত্যা দিবস পালিত হয়েছে। আজ সোমবার (২৫ মার্চ) কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালনের মাধ্যমে দিবসটি পালন করা হয়।

গণহত্যা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. শামীম আহসান, চট্টগ্রাম মেডিকেলের অধ্যক্ষ অধ্যাপক ডা. সাহেনা আক্তার, উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মো. হাফিজুল ইসলামসহ বিভিন্ন বিভাগের প্রধান, কর্মকর্তা-কর্মচারী সমিতির নেতৃবৃন্দ প্রমুখ।

বাদ জোহর কেন্দ্রীয় জামে মসজিদে ২৫ মার্চের রাতে নিহতদের স্মরণে বিশেষ মোনাজাত এবং ষ্টাফ কোয়ার্টার এলাকার অন্য ধর্মীয় উপাসনালয়ে প্রার্থণা সভা এবং রাত ১০টা থেকে ১০টা ১ মিনিট পর্যন্ত ২৫ মার্চ কালোরাত স্মরণে জরুরি স্থাপনা ব্যতীত সকল জায়গায় ব্লাক-আউট কর্মসূচি রয়েছে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চট্টগ্রাম মেডিকেল
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ‘নীতিগত সিদ্ধান্ত’

১৭ জানুয়ারি এমবিবিএস ভর্তি পরীক্ষা, বিডিএস ২৮ ফেব্রুয়ারি

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক