তিন দিনব্যাপী ‘ইওসি ও এনসি’ কোর্সের আয়োজন করেছে বিসিপিএস

মেডিভয়েস রিপোর্ট: প্রসূতি ও নবজাতকের যত্নের (EOC & NC) উপর তিন দিনব্যাপী কোর্সের আয়োজন করেছে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স এন্ড সার্জন্সের (বিসিপিএস) দক্ষতা উন্নয়ন বিভাগ।
সম্প্রতি বিসিপিএস’র ওয়েবসাইটে প্রকাশিত অনারারি সচিব অধ্যাপক মো. বিল্লাল আলম স্বাক্ষরিত এক নোটিসে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ‘LSTM-এর EOC & NC (প্রসূতি ও নবজাতকের যত্ন) কোর্সটি দুই ধাপে সম্পন্ন হবে। প্রথম ধাপ অনুষ্ঠিত হবে ১৩ থেকে ১৫ মে। দ্বিতীয় ধাপ অনুষ্ঠিত হবে ১৬ থেকে ১৮ মে। আগ্রহী ফেলোদের অবিলম্বে কোর্সের জন্য তাদের নাম নিবন্ধন করার জন্য অনুরোধ করা হচ্ছে।’
এতে আরও বলা হয়েছে, ‘কোর্স ফি নির্ধারণ করা হয়েছে চার হাজার পাঁচশ টাকা। অনারারি সেক্রেটারির অনুকূলে পে-অর্ডার/ডিডি অথবা ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক এসটিডি অ্যাকাউন্ট নং- 0781301000000256 বা ঢাকা ব্যাংক লিমিটেড এসটিডি অ্যাকাউন্ট 02071500000887 নম্বরে নগদ জমা দিতে হবে। ব্যাংক জমা রশিদের মূল কপি বিসিপিএস’র নগদ বিভাগে জমা দিতে হবে এবং বিসিপিএস থেকে টাকার রসিদসহ কোর্সের জন্য একটি ফরম যথাযথভাবে পূরণ করে সংশ্লিষ্ট বিভাগে জমা দিতে হবে।’
রেজিস্ট্রেশন শুরু হবে আগামীকাল ২৬ মার্চ সকাল ৯টা থেকে। ‘আগে আসলে আগে পাবেন’ ভিত্তিতে রেজিস্ট্রেশন হবে বলে নোটিসে উল্লেখ করা হয়েছে।
শর্ত
১. প্রয়োজনীয় ফি প্রদানের পর পূরণকৃত রেজিস্ট্রেশন ফর্ম স্কিল ডেভেলপমেন্ট বিভাগে জমা দিতে হবে। বিসিপিএস’র ওয়েবসাইট (www.bcps.edu.bd) ও স্কিল ডেভেলপমেন্ট বিভাগে রেজিস্ট্রেশন ফর্ম পাওয়া যাবে।
২. মিড-টার্ম পরীক্ষার রেজিস্ট্রেশনের মানি রসিদ জমা দিতে হবে।
৩. দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
৪. এফসিপিএস পার্ট-১ পাস করার সার্টিফিকেটের একটি কপি জমা দিতে হবে।
-
১৯ সেপ্টেম্বর, ২০২৩
-
১৯ সেপ্টেম্বর, ২০২৩
-
২৯ অগাস্ট, ২০২৩
-
২২ অগাস্ট, ২০২৩
-
২২ অগাস্ট, ২০২৩
-
২২ অগাস্ট, ২০২৩
-
২১ অগাস্ট, ২০২৩
-
১০ অগাস্ট, ২০২৩
-
০৭ জুলাই, ২০২৩