ঢাবির প্রফ পরীক্ষাগুলোর ফরম পূরণ ও ফিস জমাদানের শেষ তারিখ ৮ মে

মেডিভয়েস রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত মেডিকেল কলেজগুলোর এমবিবিএস কোর্সের ২০২৩ সালের মে মাসের প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও ফাইনাল প্রফেশনাল পরীক্ষার ফরম পূরণ ও ফিস জমাদানের শেষ তারিখ ৮ মে।
মঙ্গলবার (২২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. বাহালুল হক চৌধুরী স্বাক্ষরীত এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ‘২০২৩ সালে মে মাসের সকল (১ম,২য়, ৩য় ও চূড়ান্ত) পেশাগত এমবিবিএস পরীক্ষায় অংশগ্রহণ করিতে ইচ্ছুক আপনার কলেজের পরীক্ষার্থীদের ফরম পূরণ ও ফিস বিনা বিলম্ব ফিসে আগামী ৮ মে তারিখের মধ্যে অনলাইনে সম্পন্ন করে ফরমসমূহ স্ব স্ব কলেজ অফিসে সংরক্ষণ ও ফিস অত্র অফিসে জমা দেওয়ার ব্যবস্থা গ্রহণের জন্য আপনাকে অনুরোধ করা হইল। “www.ducmc.com" এই লিংকে প্রবেশ করে ফরম পূরণের সকল কার্যক্রম শিক্ষার্থী নিজেই সম্পন্ন করতে পারবে।’
এতে আরও বলা হয়েছে, ‘৮ মে এর পর সার্ভার স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে, তাই আর কোন পরীক্ষার্থী ফরম পূরণ ও ফিস জমা নেওয়া সম্ভব হবে না।’
