২১ মার্চ, ২০২৩ ০৯:২১ পিএম

কুয়েত মৈত্রী হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মাহফুজ আরা

কুয়েত মৈত্রী হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মাহফুজ আরা
কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল।

মেডিভয়েস রিপোর্ট: কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন ডা. মাহফুজ আরা বেগম। তিনি একই হাসপাতালের সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

সোমবার (২০ মার্চ) স্বাস্থ্য সেবা বিভাগের পারসোনেল-২ শাখার সিনিয়র সহকারী সচিব আলমগীর কবীর স্বাক্ষরিত এক নোটিসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ‘নিয়মিত পরিচালক পদায়ন না হওয়া পর্যন্ত, ডা. মাহফুজ আরা বেগমকে সাময়িকভাবে কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালের আয়ন-ব্যয়ন কর্মকর্তার দায়িত্ব প্রদান করা হলো।’

জনস্বার্থে অবিলম্বে এ আদেশ কার্যকর করা হবে বলে নোটিসে উল্লেখ করা হয়।

এসএস

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত