২০ মার্চ, ২০২৩ ০৫:৩২ পিএম

ডেন্টালের ১১ শিক্ষার্থীকে সংবর্ধনা 

ডেন্টালের ১১ শিক্ষার্থীকে সংবর্ধনা 
আজ সোমবার (২০ মার্চ) ‘ওয়ার্ল্ড ওরাল হেলথ ডে’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাদের এ সংবর্ধনা দেওয়া হয়।

মেডিভয়েস রিপোর্ট: দেশের বিভিন্ন মেডিকেলের ডেন্টাল ইউনিট ও ডেন্টাল কলেজের ১১ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ডেন্টাল সোসাইটি।

আজ সোমবার (২০ মার্চ) ‘ওয়ার্ল্ড ওরাল হেলথ ডে’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাদের এ সংবর্ধনা দেওয়া হয়।

বাংলাদেশ ডেন্টাল সোসাইটির মহাসচিব ও ঢাকা ডেন্টাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. হুমায়ুন কবীর বুলবুল সামাজকি যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টে বিষয়টি জানিয়েছেন।

কৃত শিক্ষার্থীরা হলেন- সিলেট নর্থ ইস্ট মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটের মুমিয়া বেগম, চট্টগ্রাম মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটের মো. আরাফাত হোসাইন, চট্টগ্রামের ইন্টারন্যাশনাল ডেন্টাল কলেজের ডেন্টাল ইউনিটের নুর জাহান, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটের তুর্না চৌধুরী, সিলেট সেন্ট্রাল ডেন্টাল কলেজের হাবিবা কামাল, রংপুর মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটের রোকেয়া জান্নাত, রাজশাহী ইসলামী ব্যাংক মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটের শাপলা খাতুন, রাজশাহী মেডিকেলে কলেজের ডেন্টাল ইউনিটের অনন্যা রহমান, রংপুর ডেন্টাল কলেজের ইমান মুহাম্মদ ও বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটের মো. আজিজুর রহমান।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বাংলাদেশ ডেন্টাল সোসাইটি
  এই বিভাগের সর্বাধিক পঠিত
নম্বরের কথা চিন্তা করে পড়াশোনা করিনি: ডা. জেসি হক
এমআরসিপিতে বিশ্বসেরা বাংলাদেশি চিকিৎসক

নম্বরের কথা চিন্তা করে পড়াশোনা করিনি: ডা. জেসি হক