১৭ মার্চ, ২০২৩ ০২:২০ পিএম
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বিএমএ’র শ্রদ্ধা

এসময় উপস্থিত ছিলেন বিএমএ’র সভাপতি ও আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দন, বিএসএমএমইউ’র সাবেক ভিসি অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া ও মহাসচিব ডা. মো. ইহতেশামুল হক চৌধুরীসহ আরও অনেকে।
মেডিভয়েস রিপোর্ট: স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শুভ জন্মদিন ও জাতীয় শিশু দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করছেন চিকিৎসকদের জাতীয় সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ)।
আজ শুক্রবার (১৭ মার্চ) সকাল সাড়ে সাতটায় ধানমন্ডি ৩২ নং বঙ্গবন্ধু ভবনে শ্রদ্ধা সংগঠনটির নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করে। এসময় উপস্থিত ছিলেন বিএমএ’র সভাপতি ও আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দন, বিএসএমএমইউ’র সাবেক ভিসি অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া ও মহাসচিব ডা. মো. ইহতেশামুল হক চৌধুরীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এর আগে ৭টা ১৫ মিনিটে রাসেল স্কয়ার নিউ মডেল ডিগ্রি কলেজের সম্মুখে সমবেত হন বিএমএ’র শত শত নেতাকর্মী। সেখান থেকে পুষ্পস্তবক নিয়ে কর্মসূচিতে অংশগ্রহণ করেন তারা।
এএইচ
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
আগের নিউজ
পরের নিউজ
এই বিভাগের সর্বাধিক পঠিত
