১৬ মার্চ, ২০২৩ ০৬:০৮ পিএম

চট্টগ্রাম মেডিকেলের ইন্টার্ন চিকিৎসক সিমরান আশরাফের মৃত্যু

চট্টগ্রাম মেডিকেলের ইন্টার্ন চিকিৎসক সিমরান আশরাফের মৃত্যু
ডা. সিমরান আশরাফ।

মেডিভয়েস রিপোর্ট: সেপটিক শক ডিউ টু একিউট রেসপিরেটরি ডিসট্রেস সিনড্রোমে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের ৫৯ ব্যাচের শিক্ষার্থী ডা. সিমরান আশরাফ।

আজ বৃহস্পতিবার (১৬ মার্চ) বিকেল পাঁচটার দিকে চট্টগ্রাম মেডিকেলের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। বিষয়টি মেডিভয়েসকে নিশ্চিত করেছেন চমেক ইন্টার্ন চিকিৎসক পরিষদের (ইচিপ) সভাপতি ডা. সৌমিক বড়ুয়া।

তিনি বলেন, গতকাল হঠাৎ করে ডা. সিমরানের শারীরিক অবস্থা খারাপ হয়ে যায়, এরপর তাঁকে চট্টগ্রাম মেডিকেলের ভেন্টিলিশনে রাখা হয়। তিনি আগে থেকে রেসপিরেটরি ডিসট্রেস সিনড্রোমে আক্রান্ত ছিলেন। অবশেষে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় সবাইকে চোখের জলে কাঁদিয়ে বিদায় নেন ডা. সিমরান।

ডা. সিমরান ইমরান চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন। তাঁর মৃত্যুতে গভীর দুঃখ ও শোক জানিয়েছে চট্টগ্রাম মেডিকেলসহ দেশের পুরো চিকিৎসক সমাজ।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চিকিৎসকের মৃত্যু
কমিউনিটি ক্লিনিকের আন্তর্জাতিক স্বীকৃতির অনুষ্ঠানে ডা. মোদাচ্ছের

কমিউনিটি ক্লিনিক: বঙ্গবন্ধুর দর্শনই প্রধানমন্ত্রীর হাতে বাস্তবায়ন

কমিউনিটি ক্লিনিকের আন্তর্জাতিক স্বীকৃতির অনুষ্ঠানে ডা. মোদাচ্ছের

কমিউনিটি ক্লিনিক: বঙ্গবন্ধুর দর্শনই প্রধানমন্ত্রীর হাতে বাস্তবায়ন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক