১৬ মার্চ, ২০২৩ ১০:৩৩ এএম

সার্স ভাইরাসের তথ্য ফাঁসকারী চিকিৎসকের মৃত্যু

সার্স ভাইরাসের তথ্য ফাঁসকারী চিকিৎসকের মৃত্যু
সার্সের সংক্রমণে বিশ্বব্যাপী আট শতাধিক মানুষ মারা গিয়েছিল।

মেডিভয়েস ডেস্ক: ২০০৩ সালে বিশ্ববাসীর সামনে সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম (সার্স) মহামারী নিয়ে চীনের রাখঢাকের খবর ফাঁসকারী চিকিৎসক জিয়াং ইয়ানইয়ং (৯১) মারা গেছেন।

নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত শনিবার বেইজিংয়ে তার মৃত্যু হয় বলে জানান তার এক পারিবারিক বন্ধু এবং হংকংয়ে চীনা ভাষার একটি সংবাদমাধ্যম। পরে জিয়াংয়ের পরিবার বুধবার তার মৃত্যুর খবর নিশ্চিত করে বলে জানায় বিবিসি।

২০০৩ সালে, জিয়াং তখন বেইজিংয়ে সামরিক হাসপাতালে কাজ করতেন। সে সময় সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোমের (সার্স) মহামারির প্রাদুর্ভাবকে কমিয়ে দেখাতে চীনের প্রচেষ্টাকে তিনি বিশ্বের কাছে তুলে ধরেছিলেন। এর ফলে গোপন করা এমন হাজার হাজার সার্স রোগীর তথ্য তখন বেরিয়ে আসে।

সার্সের সংক্রমণে বিশ্বব্যাপী আট শতাধিক মানুষ মারা গিয়েছিল। চীনের দক্ষিণাঞ্চলে এই রোগ প্রথম ছড়িয়ে পড়ার বিষয়টি প্রাথমিকভাবে ধামাচাপা দেওয়ায় চীনকে আন্তর্জাতিক মহলে তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছিল।

১৯৮৯ সালে ছাত্রদের নেতৃত্বাধীন গণতান্ত্রিক বিক্ষোভে সামরিক বাহিনী ব্যাপক দমন–পীড়ন ও ধরপাকড় চালায়। এমনকি হাজারো বিক্ষোভকারীকে হত্যা করা হয়। তিয়ানানমেন স্কয়ারে দাঁড়িয়ে প্রকাশ্যে এর নিন্দা জানিয়েছিলেন জিয়াং। এরপর জিয়াংকে গৃববন্দী করা হয়েছিল। আট মাস তিনি এ অবস্থায় কাটিয়েছেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
কমিউনিটি ক্লিনিকের আন্তর্জাতিক স্বীকৃতির অনুষ্ঠানে ডা. মোদাচ্ছের

কমিউনিটি ক্লিনিক: বঙ্গবন্ধুর দর্শনই প্রধানমন্ত্রীর হাতে বাস্তবায়ন

কমিউনিটি ক্লিনিকের আন্তর্জাতিক স্বীকৃতির অনুষ্ঠানে ডা. মোদাচ্ছের

কমিউনিটি ক্লিনিক: বঙ্গবন্ধুর দর্শনই প্রধানমন্ত্রীর হাতে বাস্তবায়ন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও