১৬ মার্চ, ২০২৩ ০৯:৩৮ এএম

এবার নিউজিল্যান্ডে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত

এবার নিউজিল্যান্ডে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত
তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।

মেডিভয়েস ডেস্ক: শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল নিউজিল্যান্ড। ভূমিকম্পনের মাত্রা ছিল ৭ দশমিক ১। এর জেরে দেশটিতে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৬ মার্চ) বিকেলে নিউজিল্যান্ডের কেরমাডেক আইল্যান্ডস দ্বীপপুঞ্জ এলাকায় এই ভূমিকম্পের আঘাত হানে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।

মার্কিন ভূতাত্ত্বিক বিভাগ তথ্যে বলা হয়েছে, ভূগর্ভের ১০ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পনের উৎসস্থল ছিল। এখনো পর্যন্ত ক্ষতির পরিমাণ জানা যায়নি।

সুনামির সতর্কতা জারি করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম।

নিউজিল্যান্ডের কেরমাডেক আইল্যান্ডস এবং সামগ্রিকভাবে এর আশপাশের অঞ্চল তথাকথিত প্যাসিফিক রিং অব ফায়ারের অংশ। এটি প্রশান্ত মহাসাগরীয় বেসিনকে ঘিরে ফল্ট লাইনের একটি চাপ, যা বড় ধরনের ভূমিকম্পপ্রবণ। এই অঞ্চলে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতও ঘটে। সূত্র: রয়টার্স

 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও