ডেন্টাল ভর্তি পরীক্ষা নিয়ে কোনো আলোচনা হয়নি: এবিএম জামাল

মেডিভয়েস রিপোর্ট: ২০২২-২৩ বিডিএস ভর্তি পরীক্ষা আয়োজনের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. আবুল বাশার মো. জামাল।
আজ বুধবার (১৫ মার্চ) সন্ধ্যায় মেডিভয়েসকে নিশ্চিত করেছেন তিনি।
অধ্যাপক ডা. এবিএম জামাল বলেন, ‘এ নিয়ে এখনো কোনো মিটিং হয়নি। আমরা অন্যান্য গুরুত্বপূর্ণ কাজ নিয়ে ব্যস্ত আছি। ফলে এ নিয়ে এখনো বসার সুযোগ হয়নি।’
এপ্রিলের শেষ দিকে ভর্তি পরীক্ষা আয়োজন নিয়ে খবরের সত্যতা জানতে চাইলে তিনি বলেন, ‘এটি সঠিক নয়। আমরা বিষয়টি নিয়ে কোনো আলোচনাই করিনি।’
এদিকে ডেন্টালে ভর্তি পরীক্ষার তারিখের অপেক্ষায় আছেন বলে জানিয়েছেন ঢাকা ডেন্টাল কলেজের অধ্যক্ষ এবং বাংলাদেশ ডেন্টাল সোসাইটির মহাসচিব অধ্যাপক ডা. হুমায়ুন কবির বুলবুল।
এ নিয়ে সকল খবরকে বিভ্রান্তিকর উল্লেখ করে আজ দুপুরে মেডিভয়েসকে তিনি বলেন, ‘সপ্তাহ খানেকের মধ্যে হয় তো তারিখ ঘোষণা করা হবে। সুনির্দিষ্ট ঘোষণা না আসা পর্যন্ত কোনোটাকেই আমলে নেওয়ার সুযোগ নেই।’
তবে ঈদের পরে পরীক্ষা আয়োজন হতে পারে বলে মনে করেন ঢাকা ডেন্টালের অধ্যক্ষ।
-
০৮ মে, ২০২৩
-
০৭ মে, ২০২৩
-
০৬ মে, ২০২৩
-
০৫ মে, ২০২৩
-
০৪ মে, ২০২৩
-
১০ এপ্রিল, ২০২৩
বিডিএস ভর্তি পরীক্ষা
পরীক্ষার আগের রাতে সব রিভিশন দেওয়ার চিন্তা ভুল
-
১০ এপ্রিল, ২০২৩
-
০৮ এপ্রিল, ২০২৩
