সাইন্সল্যাবে বিস্ফোরণ: বার্ন ইউনিটে আরও এক নারীর মৃত্যু

মেডিভয়েস রিপোর্ট: রাজধানীর সাইন্সল্যাবে বিস্ফোরণের ঘটনায় আয়েশা আক্তার (২৬) নামের আরও এক নারী চিকিৎসাধীন অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা গেছেন। এই বিস্ফোরণের ঘটনায় এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো চারজনে।
আজ মঙ্গলবার (১৪ মার্চ) সকাল ৯টায় বার্ন ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যান তিনি।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইয়ুব হোসেন এর সত্যতা নিশ্চিত করে বলেন, মঙ্গলবার সকাল ৯টার দিকে আয়শা আক্তার মারা যান। তার শরীরে ৩৮ শতাংশ দগ্ধ ছিল। এ ঘটনায় এখনো আরও চারজন চিকিৎসাধীন রয়েছেন। তাদের প্রত্যেকেরই শ্বাসনালী পুড়ে গেছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।
আয়েশা আক্তারের বাড়ি চাঁদপুর জেলায়। তিনি রাজধানীর জিকাতলা এলাকায় থাকতেন। তিনি ফনিক্স কোম্পানির এডমিন হিসেবে কর্মরত ছিলেন।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করে বলেন, ময়না তদন্তের জন্য মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে।