১৪ মার্চ, ২০২৩ ১০:৩৭ এএম

ঢাকা কমিউনিটি মেডিকেলের শিক্ষার্থী রোশনির মৃত্যু

ঢাকা কমিউনিটি মেডিকেলের শিক্ষার্থী রোশনির মৃত্যু
জান্নাতুল ফেরদৌস রোশনির মৃত্যুতে মেডিভয়েস শোকাহত।

মেডিভয়েস রিপোর্ট: হঠাৎ কার্ডিয়াক অ্যারেস্টে মারা গেছেন ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজের ৯ম ব্যাচের শিক্ষার্থী জান্নাত হামিদ (রশনি)। সোমবার (১৩ মার্চ) সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। 

একই মেডিকেলের জ্যেষ্ঠ শিক্ষার্থী ডা. সাদিকুল হক অরণ্য এ খবর নিশ্চিত করেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ সংক্রান্ত এক পোস্টে ডা. অরণ্য বলেন, ‘নিজের মেডিকেলের এক ছোট বোন সকালে ব্লক ফাইনাল পরীক্ষা দিয়ে সন্ধ্যায় যখন চিরতরে চলে যায়, তখন গোটা পৃথিবীটাই অর্থহীন লাগে। অর্থবহ সব করে আসা, করতে থাকা এবং করার ভাবনাগুলোকে হাস্যকর মনে হয়। মেয়েটার বিয়েও হয়েছে বেশি দিন হয়নি। এ পারে আর সংসার করা হলো না ওর।’

গাইবান্ধার মেয়ে রোশনি ২০১৪ সালে এসএসসি ও ২০১৬ সালে এইচএসসি সম্পন্ন করেন।

২০২২ সালের নভেম্বরে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। তার স্বামী রায়াত যুক্তরাজ্য প্রবাসী।

জান্নাতুল ফেরদৌস রোশনির মৃত্যুতে মেডিভয়েস শোকাহত। তাঁর আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে মেডিভয়েস। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক