১৩ মার্চ, ২০২৩ ০৪:১৮ পিএম

বিসিপিএসে ‘বেসিক অফথালমিক সার্জিক্যাল স্কিল’ কোর্সের আয়োজন

বিসিপিএসে ‘বেসিক অফথালমিক সার্জিক্যাল স্কিল’ কোর্সের আয়োজন
এফসিপিএস পার্ট-১ পাস করা চিকিৎসকরা এ কোর্সের যোগ্য বলে বিবেচিত হবেন।

মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্স’র (বিসিপিএস) অধীনে ‘বেসিক অফথালমিক সার্জিক্যাল স্কিলের’ ওপর তিন দিনের একটি কোর্সের আয়োজন করা হয়েছে।

সোমবার (১৩ মার্চ) বিসিপিএসের ওয়েবসাইটে প্রকাশিত অনারারি সচিব অধ্যাপক ডা. বিল্লাল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ‘কলেজের এফসিপিএস পার্ট-১ পাস করা চিকিৎসকরা এ কোর্সের যোগ্য বলে বিবেচিত হবেন। আগামী ২০-২২ মার্চ প্রশিক্ষণ কোর্সটি অনুষ্ঠিত হবে। এই কোর্সে অংশগ্রহণের জন্য আগ্রহী প্রার্থীদের নিকট থেকে রেজিস্ট্রেশন আহ্বান করা যাচ্ছে।’

এতে আরও বলা হয়, ‘উক্ত রেজিস্ট্রেশন করার জন্য ‘সচিব, বিসিপিস’ বরাবর পাঁচ হাজার টাকা UCBL বা  DBL ব্যাংকে জমা দিয়ে ব্যাংক রশিদের স্ক্যান কপি বিসিপিএসের ওয়েবসাইটে আপলোড করে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।’

আগে আসলে আগে রেজিস্ট্রেশন” ভিত্তিতে উক্ত কোর্সে রেজিষ্ট্রেশন করা হবে’, নোটিসে বলা হয়েছে।

নোটিসটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বিসিপিএস
  এই বিভাগের সর্বাধিক পঠিত