সিএমইউর প্রথম ও দ্বিতীয় প্রফে চট্টগ্রাম মেডিকেলের ২৮ শিক্ষার্থীর অনার্স মার্ক

মেডিভয়েস রিপোর্ট: চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (সিএমইউ) অধিভুক্ত এমবিবিএস প্রথম ও দ্বিতীয় প্রফেশনাল পরীক্ষায় চট্টগ্রাম মেডিকেল কলেজের (সিএমসি) ২৮ জন শিক্ষার্থী অনার্স মার্ক পেয়েছেন। এর মধ্যে ২১ জন প্রথম প্রফের আর সাতজন দ্বিতীয় প্রফেশনাল পরীক্ষার।
আজ রোববার (১২ মার্চ) বিকেলে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রথম ও দ্বিতীয় প্রফেশনাল পরীক্ষার প্রকাশিত ফলাফল বিশ্লেষণ করে এসব তথ্য পাওয়া গেছে।
জানা গেছে, এমবিবিএস প্রথম প্রফেশনাল পরীক্ষায় চট্টগ্রাম মেডিকেল কলেজের ২১৫ জন শিক্ষার্থী পাস করেছেন আর অকৃতকার্য হয়েছেন ২৯ জন শিক্ষার্থী। অকৃতকার্যদের মধ্যে অধিকাংশ ফিজিওলজি আর বায়োকেমেট্রিতে ফেইল করেছেন। আর দ্বিতীয় প্রফে পাস করেছেন ১৯৬ জন, অকৃতকার্য হয়েছেন ২৭ জন শিক্ষার্থী। দ্বিতীয় প্রফে অকৃতকার্যদের মধ্যে কমিউনিটি মেডিসিনে বেশির ভাগ শিক্ষার্থী খারাপ করেছেন।
এদিকে বিশ্ববিদ্যালয় থেকে জানানো হয়, এমবিবিএস-বিডিএস ( মে ২০২২) প্রথম ও দ্বিতীয় পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। নিজ নিজ কলেজে যোগাযোগের জন্য যোগাযোগ করতে অনুরোধ করা যাচ্ছে।
-
০৬ জুন, ২০২৩
-
০৬ মে, ২০২৩
-
২৯ এপ্রিল, ২০২৩
-
১২ এপ্রিল, ২০২৩
-
২৮ মার্চ, ২০২৩
-
১২ মার্চ, ২০২৩
-
১২ মার্চ, ২০২৩
-
০৮ ফেব্রুয়ারী, ২০২৩