১২ মার্চ, ২০২৩ ০৬:১৫ পিএম

বাবা-মায়ের প্রেরণায় মেডিকেলে আগ্রহী হন জাতীয় মেধায় ২য় নিহাল

বাবা-মায়ের প্রেরণায় মেডিকেলে আগ্রহী হন জাতীয় মেধায় ২য় নিহাল
আসিফ রহমান নিহাল। 

২০২২-২৩ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে আজ রোববার (১২ মার্চ)। এতে জাতীয় মেধায় দ্বিতীয় স্থান অর্জন করেছেন ময়মনসিংহে ছেলে আসিফ রহমান নিহাল। 

ভর্তি পরীক্ষার ফলাফল জানার পরে মেডিভয়েসের সাথে কথা বলেছেন তিনি। সাক্ষাৎকার নিয়েছেন মো. তাওহিদুল ইসলাম।

মেডিভয়েস: আপনার অনুভূতি জানতে চাই।

নিহাল: আলহামদুলিল্লাহ, আমার অনুভূতি অসাধারণ, খুবই ভালো লাগছে।

মেডিভয়েস: আপনার প্রস্তুতি কেমন ছিল? কবে থেকে এবং কিভাবে প্রস্তুতি নিয়েছেন?

নিহাল: প্রস্তুতি ইন্টারের শুরু থেকেই নিতে শুরু করেছিলাম। একাডেমিক পড়াশোনার পাশাপাশি মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য পড়াশোনা করতাম।

মেডিভয়েস: প্রস্তুতির জন্য নিজের দুর্বলতা চিহ্নিত করেছেন কীভাবে?

নিহাল: কোচিং সেন্টারসহ বিভিন্ন পরীক্ষার মাধ্যমে নিজের দুর্বলতা চিহ্নিত করে সমাধান করেছি। 

মেডিভয়েস: মেডিকেলে পড়াশোনার অনুপ্রেরণা কিভাবে এলো?

নিহাল: আব্বু-আম্মু সব সময় চাইতেন আমারে মেডিকেলে পড়াতে। মূলত সেখান থেকেই ডাক্তারি পড়ায় অনুপ্রেরণা পাই। 

মেডিভয়েস: সফলতার পেছনের গল্প জানতে চাই?

নিহাল: এমন ফলাফলের পেছনে সৃষ্টিকর্তার রহমত আছে। আর পরিশ্রম করলে ভালো ফল পাওয়া যায়। 

মেডিভয়েস: ভবিষ্যতে কোন বিষয়ে বিশেষজ্ঞ হতে চান?

নিহাল: আমার নিউরো বিষয়গুলো ভালো লাগতো। ভবিষ্যতে নিউরোসার্জন হতে চাই। 

মেডিভয়েস: পড়াশোনায় পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও কোচিংয়ের ভূমিকা কেমন ছিল?

নিহাল: আব্ব-আম্মুর সহযোগিতা সব সময় ছিল। কিন্তু বিশেষ করে আম্মু সব সময়ই পাশে থেকেছেন। আর কোচিং সেন্টারের ভাইয়ারা অনেক সাহায্য করেছেন। 

মেডিভয়েস: চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখেছেন কখন থেকে?

নিহাল: নবম-দশম শ্রেণি থেকেই চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখেছি। তার ধারাবাহিকতায় এই সফলতা ধরা দিয়েছে। 

মেডিভয়েস: পেশাগত জীবন নিয়ে ভবিষ্যত পরিকল্পনা কী?

নিহাল: এখন পর্যন্ত পেশাগত জীবন নিয়ে কোনো কিছু নিশ্চিত করে বলতে পারছি না।  

মেডিভয়েস: আপনার শৈশব ও কৈশোর সম্পর্কে জানতে চাই।

নিহাল: আমি ময়মনসিংহে জন্মগ্রহণ করেছি। সেখানেই আমার বেড়ে ওঠা। প্রাথমিক থেকে শুরু করে এসএসসি ও এইচএসসি সব কিছুই ময়মনসিংহ থেকে সম্পন্ন করেছি।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
কমিউনিটি ক্লিনিকের আন্তর্জাতিক স্বীকৃতির অনুষ্ঠানে ডা. মোদাচ্ছের

কমিউনিটি ক্লিনিক: বঙ্গবন্ধুর দর্শনই প্রধানমন্ত্রীর হাতে বাস্তবায়ন

কমিউনিটি ক্লিনিকের আন্তর্জাতিক স্বীকৃতির অনুষ্ঠানে ডা. মোদাচ্ছের

কমিউনিটি ক্লিনিক: বঙ্গবন্ধুর দর্শনই প্রধানমন্ত্রীর হাতে বাস্তবায়ন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক