এমবিবিএস ভর্তি পরীক্ষা
জাতীয় মেধায় প্রথম রাফসান নিওরোলজিস্ট হতে চান

মেডিভয়েস রিপোর্ট: ২০২২-২৩ সেশনের এমবিবিএস ভর্তি পরীক্ষায় জাতীয় মেধায় প্রথম স্থান অর্জন করেছেন রাফসান জামান। লক্ষাধিক শিক্ষার্থীর ভিড়ে শীর্ষ মেধাবীর আসনে বসেছেন রাজশাহী ক্যাডেট কলেজের এ শিক্ষার্থী।
চট্টগ্রাম মেডিকেল কলেজ কেন্দ্রে পরীক্ষায় অংশ নেওয়া রাফসান ১০০ নম্বরের মধ্যে পেয়েছেন ৯৪ দশমিক ২৫।
অভাবনীয় সাফল্যের পর পরই মেডিভয়েসের সঙ্গে অনুভূতি প্রকাশ করেছেন রাফসান জামান। মুঠোফোনে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘অনেক ভালো লাগছে, কারণ অনেক কষ্ট করার পর আমার লক্ষ্যে পৌঁছাতে পেরেছি।’
তবে এমন প্রত্যাশা করেননি জানিয়ে তিনি বলেন, ‘আমি এতো ভালো ফলাফল আশা করিনি। আমি আমার সাধ্য মতো চেষ্টা করেছি। পরীক্ষাও ভালোই হয়েছিল। তবে এতো ভালো ফলাফল আশা করিনি। এজন্য সৃষ্টিকর্তার কাছে অনেক কৃতজ্ঞ।’
এমন ফলাফল চূড়ান্ত লক্ষ্যে পৌঁছাতে ব্যাপক সহায়ক ভূমিকা পালন করবে উল্লেখ করে তিনি বলেন, ‘আমার যেহেতু লক্ষ্য ছিল, মেডিকেলে পড়াশোনা করবো। চিকিৎসক হবো। সে ক্ষেত্রে এমন ফলাফল আমার প্রেরণা হিসেবে কাজ করবে। মেডিকেল কলেজে যাওয়ার পরও যেন এ রকম ফলাফল করতে পারি, এজন্য সবার দোয়া চাই।’
রংপুরের সন্তান রাফসান জামান রাজশাহী ক্যাডেট কলেজ থেকে জিপিএ ফাইভ নিয়ে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।
ভবিষ্যতে তিনি একজন নিউরোলজিস্ট হতে চান।
আজ রোববার (১২ মার্চ) দুপুরে ২০২২-২৩ সেশনের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এ নিয়ে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের (পুরাতন) ২য়তলার সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়েরমন্ত্রী জাহিদ মালেক জানান, এ বছর পাস করেছে ৪৯ হাজার ১৯৪ জন। পাসের হার ৩৩ দশমিক ৩৪ শতাংশ।
এর মধ্যে পাস করা ছেলের সংখ্যা ২০,৮১৩ জন (৪৩.৩১%) এবং মেয়ের সংখ্যা ২৮.৩৮১ জন (৫৭.৬৯%)।
সরকারি মেডিকেল কলেজে সুযোগপ্রাপ্ত ছেলের সংখ্যা ১,৯৫৭ জন (৪৫.০০%), মেয়ে ২,৩৯৩ জন (৫৫.০০%)।
এ বছর লিখিত পরীক্ষায় মেয়েদের মধ্যে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর ৮৮.০০।
এর আগে গত ১০ মার্চ কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই শেষ হয় এমবিবিএস ভর্তি পরীক্ষা। রাজধানীর ৫টিসহ দেশের ১৯টি কেন্দ্রের ৫৭টি ভেন্যুতে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এ বছর মোট আবেদনকারীর সংখ্যা এক লাখ ৩৯ হাজার ২১৭ জন। গতবছর যা ছিল ১ লাখ ৪৩ হাজার ৯১৫ জন। গত বছরের মতো এবছরও সরকারি মেডিকেলে মোট আসন সংখ্যা রয়েছে ৪ হাজার ৩৫০টি। তবে বেসরকারি মেডিকেলে এবার আসন সংখ্যা বাড়ানো হয়েছে। গতবছর বেসরকারি মেডিকেলে আসন ছিল ৬ হাজার ৪৮৯টি, এবার তা বাড়িয়ে করা হয়েছে ৬ হাজার ৭৭২টি।
সরকারি মেডিকেলে ভর্তির জন্য আসন প্রতি লড়েছে ৩২ জন শিক্ষার্থী। আর সরকারি-বেসরকারি মিলিয়ে ১০৮টি মেডিকেল কলেজে মোট আসন রয়েছে ১১ হাজার ১২২টি। সেই হিসাবে প্রতি আসনের বিপরীতে লড়েন ১২ জন পরীক্ষার্থী। দেশে মোট সরকারি মেডিকেল কলেজে মেধা কোটায় তিন হাজার ৩৮৪ জন, জেলা কোটায় ৮৪৬ জন, মুক্তিযোদ্ধা কোটায় ৮৭ জন ও উপজাতি কোটায় ৩৩ জন ভর্তি হতে পারবেন।
এ ছাড়া ৭১টি বেসরকারি মেডিকেল কলেজের ছয় হাজার ৭৭২টি আসনের জন্য ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীর মধ্যে থেকে ৩৩ হাজার ৮৬০ জন শিক্ষার্থী মেধা ও পছন্দের ভিত্তিতে ভর্তির জন্য বিবেচিত হবেন। এবার মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর প্রদান করা হবে এবং প্রতিটি ভুল উত্তরদানের জন্য ০.২৫ নম্বর কর্তন করা হবে।
এ বছর মোট পাসের সংখ্যা ৪৯ হাজার ১৯৪ জন। পাসের হার ৩৫ দশমিক ৩৪ শতাংশ। এর মধ্যে ছেলেরা পাস করেছে ২০ হাজার ৮১৩ জন, যা শতকরায় ৪২ দশমিক ৩১ শতাংশ ও মেয়েরা পাস করেছে ২৮ হাজার ৩৮১জন অর্থাৎ ৫৭ দশমিক ৬৯ শতাংশ। এর মেধ্যে ছেলেরা সরকারি মেডিকেলে ভর্তির সুযোগ পাবে ১ হাজার ৯৫৭ জন অর্থাৎ ৪৫ শতাংশ। আর মেয়েরা সুযোগ পাবে ২ হাজার ৩৯৩ অর্থাৎ ৫৫ শতাংশ।
এমইউ
-
১২ মার্চ, ২০২৩
এমবিবিএস ভর্তি পরীক্ষা
জাতীয় মেধায় প্রথম রাফসান নিওরোলজিস্ট হতে চান
-
২১ ফেব্রুয়ারী, ২০২৩
-
০৫ এপ্রিল, ২০২২
-
০৫ এপ্রিল, ২০২২
-
০৬ এপ্রিল, ২০২১
-
০৪ এপ্রিল, ২০২১
