বিএসএমএমইউতে চালু হবে ইন্টারভেনশনাল নিউরোলজিক্যাল সেন্টার

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) তরুণ নিউরোসার্জনদের দক্ষ করে গড়ে তোলার জন্য ইন্টারভেনশনাল নিউরোলজিক্যাল সেন্টার চালু করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।
আজ শনিবার (৪ মার্চ) রাজধানীর একটি হোটেলে তিন দিনব্যাপী নিউরোসার্জারি বিষয়ক আন্তর্জাতিক কনফারেন্স উদ্বোধনকালে এ কথা বলেন তিনি।
অধ্যাপক শারফুদ্দিন আহমেদ বলেন, নিউরোলজিক্যাল চিকিৎসাসেবার সব ধরনের আধুনিক চিকিৎসা প্রযুক্তি ও যন্ত্রপাতি বিএসএমএমইউয়ে চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি তরুণ নিউরোসার্জনদের দক্ষ করে গড়ে তোলার জন্য বিশ্ববিদ্যালয়ে ইন্টারভেনশনাল নিউরোলজিক্যাল সেন্টার চালু করা হবে।
তিনি বলেন, ‘আমরা ইতোমধ্যে সফলভাবে লিভার ট্র্যান্সপ্লান্ট, ক্যাডাভেরিক ট্র্যান্সপ্লান্ট করতে পেরেছি। আমরা তরুণ চিকিৎসকদের এসব বিষয়ে দক্ষ করে তোলার জন্য প্রশিক্ষণের ওপর জোর দিচ্ছি। এ আন্তর্জাতিক সম্মেলন তরুণ চিকিৎসকদের দক্ষ করে গড়ে তুলতে কার্যকর ভূমিকা রাখতে পারবে।’
সোসাইটির সভাপতি অধ্যাপক ডা. মো. হোসেন বলেন, ‘প্রথমবারের মতো অনুষ্ঠিত এ কনফারেন্সের মূল উদ্দেশ্য হচ্ছে, তরুণ নিউরোসার্জনদের নিউরো সার্জিক্যাল আধুনিক চিকিৎসায় দক্ষ করে গড়ে তোলা। আমরা এবারে ক্যাডাভেরিক ওয়ার্কশপ, পাশাপাশি লাইভ সার্জারি করে কীভাবে আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করতে হয়, তা শিখিয়েছি।’
তিনি আরও বলেন, ২০৪১ সালে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থায় বিশেষ করে নিউরো সার্জিক্যাল সেবা যেন উন্নত বিশ্বের মতো হয় আমরা সে লক্ষ্যে কাজ করছি। পর্যায়ক্রমে বাংলাদেশে এখন অনেক নিউরোসার্জন তৈরি হচ্ছে। আমাদের লক্ষ্য দক্ষ নিউরো সার্জন গড়ে তুলে জেলা হাসপাতালগুলো এবং প্রান্তিক জনগোষ্ঠীর জন্য নিউরো সার্জিক্যাল স্বাস্থ্যসেবা উন্নত করতে চাই।
বাংলাদেশের তরুণ নিউরোসার্জনদের দক্ষ করে গড়ে তোলার উদ্দেশ্যে এশিয়ান কনগ্রেস অব নিউরোলজিক্যাল সার্জনস (এসিএনএস) ও বাংলাদেশ সোসাইটি অব নিউরোসার্জনসের (বিএসএনএস) যৌথ উদ্যোগে দেশে প্রথম আন্তর্জাতিক হাইব্রিড কনফারেন্স অনুষ্ঠিত হয়।
এসএস/এমইউ