০১ মার্চ, ২০২৩ ০৮:৪৮ পিএম

মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করে শুধু ব্যবসা নয়, সেবাও দিতে হবে: রাষ্ট্রপতি

মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করে শুধু ব্যবসা নয়, সেবাও দিতে হবে: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

মেডিভয়েস রিপোর্ট: রোগীদের আন্তরিকতার সঙ্গে সেবা দিতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বুধবার (০১ মার্চ) বিকেলে কিশোরগঞ্জের করিমগঞ্জে রাষ্ট্রপতি আব্দুল হামিদ মেডিকেল কলেজে এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

আবদুল হামিদ বলেন, মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করে শুধু ব্যবসা করলে চলবে না, মানুষকে সেবাও দিতে হবে। মেডিকেল কলেজকে টাকা বানানোর যন্ত্রে পরিণত না করে মানুষ যাতে স্বল্প খরচে ও সহজে দ্রুত চিকিৎসা সেবা পায়, তা নিশ্চিত করতে হবে।

রাষ্ট্রপতি আবদুল হামিদ আশা করেন, এ মেডিকেল কলেজের সুনাম অক্ষুন্ন রাখতে শিক্ষক কর্মচারীসহ সংশ্লিষ্ট সকলে নিরলস প্রচেষ্টা চালাবেন। অনুষ্ঠানে মেডিকেল কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি রাষ্ট্রপতির সহধর্মিনী রাশিদা খানম এবং কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. আ ন ম নওশাদ খান বক্তব্য রাখেন।

মঙ্গলবার রাতে কিশোরগঞ্জের মিঠামইনে মুক্তিযোদ্ধা আব্দুল হক সরকারি কলেজ মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। এ সময় তার পরিবারের সদস্যরা এবং রাষ্ট্রপতির সচিবরা উপস্থিত ছিলেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : কিশোরগঞ্জ
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক