২৭ ফেব্রুয়ারী, ২০২৩ ০৭:৩২ পিএম
বিএসএমএমইউতে ভিসির মেয়াদ ৪ বছর হচ্ছে, সংশোধিত আইনের অনুমোদন

সোমবার বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে এক ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।
মেডিভয়েস রিপোর্ট: ভাইস চ্যান্সেলরের (ভিসি) মেয়াদ চার বছর করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (সংশোধন) আইন-২০২৩ এর নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ের সম্মেলনকক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়।
অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের মেয়াদ চার বছর হলেও শুধু এটিতেই ছিল ৩ বছর। এই সংশোধনীর ফলে এখানেও ভাইস চ্যান্সেলরের মেয়াদ চার বছর হবে।
বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে এক ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।
এএইচ
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ঘটনা প্রবাহ : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকলে বিশ্ববিদ্যালয়
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
এই বিভাগের সর্বাধিক পঠিত